আজ: শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ইং, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ অক্টোবর ২০২৪, শনিবার |

kidarkar

সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের শেয়ারেই বিনিয়োগকারীদের ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর -০৩ অক্টোবর) সাপ্তাহিক রিটার্নে দর ২০ খাতেই দাম কমেছে। ফলে তালিকাভুক্ত ২০ খাতেই বিনিয়োগকারীদের ভরাডুবি হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক এবং কাগজ ও প্রকাশনা খাতে। বিদায়ী সপ্তাহে এই দুখাতে দর কমেছে সম পরিমাণ ৬.৬০ শতাংশ। এরপর ৫.৭০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৪.৬০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্থিক খাত।

লোকসান হওয়া অন্য ১৬ খাতের মধ্যে- মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪.২০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪.১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.৮০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.৪০ শতাংশ, ব্যাংক খাতে ৩.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৭০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৭০ শতাংশ, বস্ত্র খাতে ২.৩০ শতাংশ, পাট খাতে ২.২০ শতাংশ, ট্যানারি খাতে ২.১০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৯০ শতাংশ, বিবিধ খাতে ১.২০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.০০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৯০ শতাংশ এবং তথ্য ও প্রযুক্তি খাতে ০.৫০ শতাংশ দর কমেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.