আজ: শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ইং, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ অক্টোবর ২০২৪, শনিবার |

kidarkar

বিনিয়োগকারীদের সাড়ে ১৩ হাজার কোটি টাকা গায়েব!

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর-০৩ অক্টোবর) শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সাড়ে ১৩ হাজার কোটি টাকার পুঁজি গায়েব হয়ে গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে একই সঙ্গে কমেছে সব রকম সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়া, কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭৬.৫৫ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬২.৫৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪০.৬৭ পয়েন্ট বা ৩.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২২১.২৭ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৭৪.০৮ পয়েন্ট বা ৩.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০.৮৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৫৮.৩৩ পয়েন্ট বা ৪.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২.৯৭ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি প্রতিষ্ঠানের দাম।

বিদায়ী সপ্তাহে ডিএসই ৮১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ ৩০ হজাার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ২৬৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা বা ৩৭.২৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬২১ কোটি ২৪ লাখ টাকা।

আর সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি ৫৭ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৫৫০ কোটি ৬৭ লাখ টাকা বা ১.৯৭ শতাংশ।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২১.৪৪ পয়েন্ট বা ৩.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭১.৭৭ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২৯৬.২৯ পয়েন্ট বা ৩.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ২৭৫.০৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৩৫.১১ পয়েন্ট বা ২.৯৪ শতাংশ এবং সিএসআই সূচক ৩৪.৯৮ পয়েন্ট বা ৩.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৫৮.৫০ পয়েন্টে এবং ৯৯১.৪২ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৩৬৫.৭৯২২ পয়েন্ট বা ২.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৭.৩৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৮৫ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৬০ লাখ ২২ হাজার ৭৩৮ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৬৫৩ টাকা বা ৪৩.৩৩ শতাংশ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.