আজ: শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ইং, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

বিনিয়োগকারীদের পুঁজি হারানোর আর্তনাদ বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দিন যাবত পতনে ঘুরপাক খাচ্ছে দেশের শেয়ারবাজার। দিন দিন শেয়ারবাজার পতনের মাত্রা বাড়ছে। পুঁজি রক্ষা করতে পারছেন না বিনিয়োগকারীরা। এতে পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন অনেকে।

দীর্ঘ দিন পতনের বন্দি থাকা বাজার আজ মঙ্গলবার উত্থানে শুরু হয় লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর কিছু সময় পর সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৫৩৭২ পয়েন্ট পর্যন্ত উঠে। মূলত আজ বিএসইসি দেশের শীর্ষ তিন গ্রুপ প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং পিএইচপি গ্রুপের সঙ্গে বৈঠক করে। এই বৈঠকের খবরেই শেয়ারবাজার উপরের দিকে উঠতে শুরু করে। তবে অজানা কোনো কারণে শেয়ারবাজার আবার পতনে নামতে থাকে। শেষ পর্যন্ত পতনেই শেষহয় শেয়ারবাজারের লেনদেন। এতে করে পতনের বেড়াজালেই আবদ্ধ হয়ে পড়ে শেয়ারবাজার।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৯৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

ডিএসইতে আজ ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কর্মদিবস থেকে ১১ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬১ পয়েন্টে।

এদিন সিএসইতে ১৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ৯৫টির এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইতে ১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.