আজ: শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ইং, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ অক্টোবর ২০২৪, সোমবার |

kidarkar

বিপিএল প্রথম সেটে যেমন হলো ড্রাফট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। গত আসরের চার দলের সঙ্গে নতুন করে তিন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে এবার। শক্ত দল গড়তে সাত ফ্র‌্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।

এরইমাঝে শেষ হয়েছে প্রথম সেটের ড্রাফট। এই সেটে ছিলেন স্থানীয় খেলোয়াড়রা। তাতে সবার আগে ডাক পেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। এরপরেই লিটন দাসকে নেয় ঢাকা ক্যাপিটালস। বড় খেলোয়াড়ের পেছনে যায়নি চট্টগ্রাম কিংস। তবে আগ্রহের তালিকায় ওপরের দিকে আছেন পেসাররাই।

দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি আরও একবার নামবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তার মতোই আগের দল ফরচুন বরিশালে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সেট ১ – রাউন্ড ১

তাসকিন আহমেদ- দুর্বার রাজশাহী
লিটন কুমার দাস – ঢাকা ক্যাপিটালস
শামীম হোসেন পাটোওয়ারী – চিটাগাং কিংস
হাসান মাহমুদ – খুলনা টাইগার্স
নাহিদ রানা – রংপুর রাইডার্স
রনি তালুকদার – সিলেট স্ট্রাইকার্স
মাহমুদউল্লাহ রিয়াদ – ফরচুন বরিশাল

সেট ১ – রাউন্ড ২

তানভির ইসলাম – ফরচুন বরিশাল
মাশরাফি বিন মর্তুজা – সিলেট স্ট্রাইকার্স
সাইফ হাসান – রংপুর রাইডার্স
নাইম শেখ- খুলনা টাইগার্স
পারভেজ ইমন – চিটাগাং কিংস
হাবিবুর রহমান সোহান – ঢাকা ক্যাপিটালস
জিসান আলম- দুর্বার রাজশাহী

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.