আজ: রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ইং, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

৫ বছরে পুঁজিবাজারে ছেড়েছেন সোয়া ৬ লাখ বিনিয়োগকারী

নিজস্বপ্রতিবেদক : গত পাঁচ বছরে দেশের পুঁজিবাজার ছেড়ে চলে গেছেন প্রায় সোয়া ৬ লাখ বিনিয়োগকারী। এর মধ্যে অনাবাসী বিও হিসাবধারীর সংখ্যা ৭৬ হাজার ৪৯২ এবং দেশি বিও হিসাবধারী ৫ লাখ ৪৮ হাজার ৪৭৫টি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এসব বিনিয়োগকারীরা বিভিন্ন সময় বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পরও এই বিনিয়োগ থেকে কাঙ্ক্ষিত মুনাফা না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা শেয়ারবাজার ত্যাগ করেছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসব বিনিয়োগকারীদের মধ্যে কিছু বিনিয়োগকারী তাদের বিনিয়োগের কিছু অংশ নিতে পারলেও বেশিরভাগ বিনিয়োগকারী খালি হাতেই বাড়ি ফিরেছেন।

সিডিবিএলের তথ্য বলছে, ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত দেশে অনাবাসী বিনিয়োগকারীর বিও হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২৩ হাজার ৪৫৭টি। এটি ক্রমেই কমে চলতি বছর ৯ অক্টোবর এসে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৬৫টিতে।

অর্থাৎ, গত পাঁচ বছরের মধ্যে আড়াই গুণের বেশি (২.৬২) অনাবাসী বিনিয়োগকারী শেয়ারবাজার ত্যাগ করেছে, যা মোট অনাবাসী বিও হিসাবধারীর ৬১.৯৫ শতাংশ।

শুধু অনাবাসীই নয়, এই সময় দেশি বিনিয়োগকারীদেরও বিও সংখ্যা কমেছে ৫ লাখ ৪৮ হাজার ৪৭৫টি। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে এই বিও হিসাবধারীর সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৫০৪টি থেকে ১৬ লাখ ১১ হাজার ২৯টিতে এসে ঠেকেছে। এর মানে হচ্ছে, মোট দেশি বিও হিসাবের ২৫.৩৯ শতাংশ শেয়ারবাজার ত্যাগ করেছে।

এতে দেখা যায়, গত ৫ বছরে সব মিলিয়ে ৬ লাখ ২১ হাজার ৫৪টি বিও হিসাব কমেছে। ২০২০ সালের ৭ অক্টোবর বিও হিসাব ছিল ২২ লাখ ৯৬ হাজার ৩৭৩, যা ৯ অক্টোবর দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৩১৯টি। অর্থাৎ এই সময়ে ২৭ শতাংশ বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন।

শেয়ারবাজার বিশ্লেষকেরা বিনিয়োগকারীর শেয়ারবাজার ত্যাগ কিংবা বিও হিসাবের সংখ্যা কমে যাওয়ার পেছনে বাস্তবিক হরেক রকম কারণ সামনে এনেছেন। তাঁরা বলছেন, বিদ্যমান শেয়ারবাজার দেশি কিংবা অনাবাসী কারোরই প্রত্যাশা পূরণ করতে পারছে না। উল্টো কষ্টার্জিত টাকা বিনিয়োগের পর জুয়াড়িদের ব্যাপক কারসাজি, গুজব, দুর্বল নজরদারি এবং সুশাসনের বিরাট ঘাটতির বিপরীতে ধারাবাহিক দরপতনের যন্ত্রণা সইতে হচ্ছে।

তদুপরি অভ্যন্তরীণ অর্থনীতির পদ্ধতিগত জটিলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার বহুমুখী প্রভাব মুনাফা তো দূরের কথা, তাঁদের মূল বিনিয়োগ সুরক্ষিত রাখাই অনিশ্চিত করে তুলেছে। উপায়ান্তর না পেয়ে বিনিয়োগকারীরা শেয়ারবাজার ছাড়ছেন। এতে মোট বিও হিসাবের সংখ্যাও আনুপাতিক হারে কমে গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিল ২১ লাখ ৫৯ হাজার ৫০৪টি, পরের বছরের একই দিনে দাঁড়ায় ১৮ লাখ ৯৬ হাজার ৮৭৫টিতে। এরপর ২০২২ সালের ৭ অক্টোবরে বিও নেমে আসে ১৭ লাখ ৭০ হাজার ২৯৮টিতে এবং ২০২৩ সালের একই দিনে বিও কমে দাঁড়ায় ১৬ লাখ ৮০ লাখ ৩০৬টিতে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.