আজ: রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ইং, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

আজ আসছে ৬ কোম্পানির ইপিএস-লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাসিস পোর্টাল ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-লাভেলো আইসক্রীম, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুড, ডিবিএইচ, বিজিআইসি ও যমুনা ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রীম, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুড ৩০ জুন, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

অন্যদিকে, ডিবিএইচ, বিজিআইসি ও যমুনা ব্যাংক চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

লভ্যাংশ ঘোষণার তিন কোম্পানির আর্থিক অবস্থা:

সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) লাভেলো আইসক্রীমের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।

অ্যাপেক্স স্পিনিংয়ের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) ইপিএস হয়েছে ২ টাকা ৯৪ পয়সা। আগের অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৭০ পয়সা।

আর অ্যাপেক্স ফুডের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে ইপিএস হয়েছে ৪ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের প্রথম তিন মাসে ইপিএস ছিল ৭ টাকা ২৯ পয়সা।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.