উপজাতি কৃষকদের মাঝে এমটিবি’র ঋণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) টাঙ্গাইলের মধুপুরে উপজাতীয় কৃষকদের জন্য একটি উন্মুক্ত ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। বুধবার (১৬ অক্টোবর) ঋণ বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের অধীনে ২৭ জন কৃষক আনারস ও কলা চাষের জন্য চেক পেয়েছেন। এছাড়াও, বেশ কিছু কৃষক (টাকা ১০/৫০/১০০) ডিজিটালভাবে অন-সাইটে সহায়তা পরিষেবার মাধ্যমে এমটিবি সঞ্চয় (এসএমই) একাউন্ট খুলতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর, টাঙ্গাইলের ইউএনও, মোঃ জুবায়ের হোসেন এবং সভাপতিত্ব করেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান।
বিশেষ অতিথি ছিলেন মধুপুরের পীরগাছার ক্রেডিট অফিসের চেয়ারম্যান, মার্টিন মিরি। অন্যান্য উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এমটিবি’র এসএমই এন্ড এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান, সঞ্জীব কুমার দে, এসএমই আন্ডাররাইটিং বিভাগের প্রধান, ইফতেখার আজিজ এবং এমটিবি’র কর্পোরেট হেড অফিস ও টাঙ্গাইল শাখার প্রতিনিধিরা।