আজ: সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ইং, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ অক্টোবর ২০২৪, শনিবার |

kidarkar

১৪৭ বছরের টেস্টে ভারতের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক:নিজের মাঠে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে ভারত। তবে দ্বিতীয় ইনিংসে বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখালো রোহিত-কোহলিরা। প্রথম ইনিংসে ডাক মারা সরফরাজ খানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সুবাদে ৩৫৬ রান টপকে লিড পেয়েছে ভারত দল।

এই টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারত। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টেন ১০০ ছক্কা হাঁকিয়েছে রোহিতরা। প্রথম দল হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ ছক্কা পার করেছে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত ২০২৪ সালে ভারতের ছক্কার সংখ্যা ১০৮টি।

টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা

১০৮ ছক্কা – ভারত (২০২৪ সাল)
৮৯ ছক্কা – ইংল্যান্ড (২০২২ সাল)
৮৭ ছক্কা – ভারত (২০২১ সাল)
৮১ ছক্কা – নিউজিল্যান্ড (২০১৪ সাল)
৭১ ছক্কা – নিউজিল্যান্ড (২০১৪ সাল)

এই ম্যাচেই ছক্কার তালিকায় নাম উঠেছে ঋশভ পান্তের। ভারতের হয়ে ৬২ ম্যাচে ৬৪টি ছক্কা হাকিয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। ৯০টি ছক্কা নিয়ে তালিকার শীর্ষে আছেন বীরেন্দর শেবাগ।

অন্যদিকে, বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড টিম সাউদির। তিনি ৯৩টি ছক্কা মেরে আছেন সবার ওপরে। বেঙ্গালুরুতেই নিজের ৬৫ রানের ইনিংস খেলতে গিয়ে হাঁকিয়েছেন ৪টি ছক্কা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.