আজ: সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ইং, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ অক্টোবর ২০২৪, রবিবার |

kidarkar

আবারও ফাইনালে স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার, শিরোপা জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:  চোকার্স তকমা এবারও ঘোচানো হলো না দক্ষিণ আফ্রিকার। চলতি বছরই পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরেছিল দক্ষিণ আফ্রিকা পুরুষ দল। এবার নারীদের বিশ্বকাপেও ফাইনালে হারের মুখ দেখল প্রোটিয়ারা।

রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত বছর নিজেদের মাটিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল প্রোটিয়া নারীরা। বছর ঘুরতেই আবার ফাইনালে হারল লরা উলভার্টের দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত বছর নিজেদের মাটিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল প্রোটিয়া নারীরা। বছর ঘুরতেই আবার ফাইনালে হারল লরা উলভার্টের দল।

বড় লক্ষ্যতাড়ায় নেমে শুরুটা ভালো হয়েছিল দক্ষিণ আফ্রিকার। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে দলটি। পাওয়ারপ্লের পরেই শুরু হয় পতন। সপ্তম ওভারে তাজমিন ব্রিটসকে ফিরিয়ে হোয়াইট ফার্নসদের প্রথম সাফল্য এনে দেন ফ্রান জোনাস। দশম ওভারে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন লরা উলভার্ট।

অধিনায়কের পতনের পর আর কেউই খেলার হাল ধরতে পারেননি। গত ম্যাচে অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনা অ্যানেকে বোস এদিন কেবল ৯ রান করেছেন। মারিজান ক্যাপ, নাদাইন ডি ক্লার্করা দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।

ক্লোয়ে ট্রায়নের ১৬ বলে ১৪ রান আর ডার্কসনের ১০ রানের ইনিংসে ১২৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
a
নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রোসামেরি মেয়ার এবং অ্যামেলিয়া কর। ব্রুক হালিডে, ফ্রান জোনাস এবং এডেন কারসন একটি করে উইকেট পেয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে জর্জিয়া প্লিম্মারের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রানের গতি ঠিক রেখেছেন সুজি বেইটস এবং অ্যামেলিয়া কর। পাওয়ারপ্লে থেকে ৪৩ রান আসে নিউজিল্যান্ডের।

৩১ বলে ৩২ রান করে সুজি বেইটস হন প্রোটিয়াদের দ্বিতীয় শিকার। সোফি ডিভাইনের ওপর নিউজিল্যান্ড নারী দল অনেকটা নির্ভরশীল হলেও ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা। ১০ বলে ৬ রান করে নাদাইন ডি ক্লার্কের বলে এলবিডব্লিউ হন তিনি।

৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেছেন হালিডে এবং অ্যামেলিয়া। ৪২ বলে ৫৭ রানের দারুণ জুটি গড়ে  বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা।

৩ চারের ইনিংসে ২৯ বলে ৩৮ রান করেছেন হালিডে। অ্যামেলিয়া কর ফিফটি থেকে ৭ রান দূরে থাকতে ফেরেন দলীয় ১৪১ রানে। শেষদিকে ৬ বলে ১২ রান করেন ম্যাডি গ্রিণ। ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ম্লাবা। একটি করে উইকেট নিয়েছেন খাকা, ক্লোয়ে ট্রায়ন এবং ডি ক্লার্ক।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.