ইসরায়েলি হামলায় এক লাখের ও বেশি ফিলিস্তিনি আহত
নিজস্ব প্রতিবেদক:টানা এক বছরের বেশি ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক লাখের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি এসব হামলায় নিহত হয়েছেন ৪২ হাজার ৭৯২ জন। বুধবার (২৩ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অন্তত ৪২ হাজার ৭৯২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৪১২ জন। এছাড়া ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৩০ জন।
দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বসবাসকারী একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি তালা হেরজাল্লাহ (২২) বলেন, এখন গুরুতর জখম, যেমন অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে যাওয়া মানুষদের দেখা আমদের জন্য সাধারণ ব্যাপার।
তার কথায়, “আগে হাত বা পা ছাড়া কাউকে দেখা অদ্ভুত এবং অস্বাভাবিক ছিল। তবে এখন এটি আমাদের কাছে স্বাভাবিক বিষয়।” ওই ফিলিস্তিনি আরও বলেন, শুধুমাত্র আহতরাই ভুগছেন বিষয়টি এমন নয় বরং অন্যান্য রোগে যারা ভুগছেন, তারাও সঠিক সেবা পাচ্ছেন না।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে টানা এক বছরের বেশি সময় ধরে উপত্যকায় নৃশংস হামলা চালিয়ে আসছে দখলদার বাহিনী। সম্প্রতি এক হামলায় হত্যা করা হয়েছে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে। তার হত্যার পর নতুন করে সংগঠিত হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা।