আজ: শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অক্টোবর ২০২৪, শনিবার |

kidarkar

এফোরটেক দেশের বাজারে নিয়ে এলো নতুন ২ ওয়্যারলেস কীবোর্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে নতুন ২ মডেলের কীবোর্ড নিয়ে এলো এফোরটেক। FBK27C AS, FBK36C AS এই কীবোর্ড দুটি ব্লুটুথ এবং ২.৪জি ওয়্যারলেস কানেকশন সাপোর্ট করে।

কীবোর্ড ২টিতে ডুয়াল কানেক্টিভিটি সমর্থন করে যার ফলে ব্লুটুথ এবং ২.৪জি ওয়ারেন্টি কানেকশন একসাথে ব্যবহার করা যায়। খুবই কম্পেক্ট এবং ট্রেন্ডি ডিজাইন হওয়াতে দেখতে মিনিমাল লাগে। এতে বিশেষ কিছু ফিচারস রয়েছে যা হচ্ছে অপারেটিং সিস্টেম সোয়াপ এটা দিয়ে এক ক্লিকেই মোবাইল থেকে ল্যাপটপ স্ক্রীনে যাওয়া যায়। এতে আরও ১২টি মাল্টিমিডিয়া কী ফাংশন এবং অ্যান্টি স্লিপ মুড রয়েছে যা আপনি ডিভাইস বন্ধ না করে উঠে গেলেও আপনার ডিভাইস কে অটোমেটিক স্লিপ মুডে যাওয়া থেকে বিরত রাখবে।

ন্যানো রিসিভার এর সাথে আছে উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, হারমনি ওএস কম্পাবিলিটি সুবিধা। রয়েছে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা।

গ্লোবাল ব্রান্ড পিএলসি এফোরটেকের এই কীবোর্ড ২টি বাজারে এনেছে। প্রোডাক্টগুলো এখন পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি’র ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.