মবিল যমুনার ৫২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া হিসাববছরের জন্য ৫২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
এমজেএল বিডির সমন্বিত শেয়ার প্রতি আয় ৮ টাকা ৭১ পয়সা হয়েছে, যা গত বছরের ৮ টাকা ৭৩ পয়সার তুলনায় সামান্য কম। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৪৮ টাকা ০৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।