আজ: সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ইং, ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ অক্টোবর ২০২৪, রবিবার |

kidarkar

পুঁজিবাজারের ‘অস্বাভাবিক’ পতনে বিএসইসির তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে নজিরবিহীন দরপতন চলছে। প্রতিদিনই শেয়ারের দর হারাচ্ছে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানি। গত কিছুদিন ধরে দেশের পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন হচ্ছে। এ পতনকে অস্বাভাবিক মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবিষয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের এমন পতন হওয়াকে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করছে কমিশন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে পতনের বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলেও মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। এজন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে যারা রয়েছেন- বিএসইসির এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ সামসুর রহমান, বিএসইসির ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।

কমিশন যেসব বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে-

১. ডিএসইএক্স সূচকের সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতার পিছনে কারণগুলো চিহ্নিত করা।

২. বাজারে গুজব ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা।

৩. অন্য কোন আনুষঙ্গিক বিষয় চিহ্নিত করা।

৪. বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য সুপারিশ প্রদান করা।

বিএসইসি জানিয়েছে, তদন্ত কর্মকর্তারা আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন এবং কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

২ উত্তর “পুঁজিবাজারের ‘অস্বাভাবিক’ পতনে বিএসইসির তদন্ত কমিটি গঠন”

  • Anonymous says:

    মাকসুদ ও আবু আহমেদ এর বিচার করতে হবে।আজকে যে বিনিয়োগকারি মারা গেছে তার জন্য হত্যা মামলা রজ্জু করতে হবে।

  • আবির says:

    আসসালামু আলাইকুম,
    শুনেছি বিগত সরকারের শিবলী রুবাইয়াতুল ইসলাম কমিশনের শেয়ার মার্কেট ব্যাপক লুটপাট হয়েছে। তাহলে এখন যেটা হচ্ছে এটাকে আপনারা কি বলবেন ? অতি জরুরীভাবে শেয়ার মার্কেটে ছাত্রদের মধ্য থেকে বাণিজ্য, মার্কেটিং ও ফিনান্স অনুষদ হতে পাঁচ জন সমন্বয়ক নিয়োগ দেয়া প্রয়োজন। নতুবা শেয়ার মার্কেট বন্ধ রাখুন । ধন্যবাদ

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.