আজ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ইং, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

পুঁজিবাজারে দরপতনের কারণ অনুসন্ধান শুরু করেছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতনের কারণ অনুসন্ধানে বিএসইসি গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে তদন্তের কর্মপন্থা ঠিক করেন।

এদিকে পুঁজিবাজারের দরপতন যেন থামছেই না। গতকাল সোমবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমেছে। তাতে ডিএসইএক্স সূচকটি আরও কমে নেমে এসেছে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে।

দরপতনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সোমবার রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছে একদল বিনিয়োগকারী। এর আগে গত রোববারও বাজারে বড় ধরনের দরপতন হওয়ায় কয়েক শতাধিক বিনিয়োগকারী মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছিলেন। তখন সেখানকার নিরাপত্তায় ছিল পুলিশের বাড়তি সতর্কতা।

বিনিয়োগকারীরা অভিযোগ করেন, টানা দরপতনে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন লাখ লাখ বিনিয়োগকারী। অথচ পুঁজির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিএসইসি। তারা বলেন, বিনিয়োগকারীরা রাজপথে থাকতে চান না। কিন্তু সরকার ও নিয়ন্ত্রণ সংস্থা ‘পতন ঠেকাতে কোনো পদক্ষেপ না নেওয়ায়’ বাধ্য হয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এসেছেন।

বিএসইসি সূত্রে জানা যায়, যেসব কোম্পানির শেয়ারের দরপতন সাম্প্রতিক সময়ে সূচকে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে, সেসব শেয়ারের বিক্রিতে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, এ সময় ঋণ সমন্বয়ে কী পরিমাণ ফোর্সড সেল বা জোর করে বিক্রি হয়েছে, তার তথ্য সংগ্রহ করবে। এ ছাড়া বাজারের পতন ঠেকাতে করণীয়বিষয়ক সুপারিশের জন্য কমিটি বাজার–সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করারও প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

গত রোববার বিএসইসি সংস্থাটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্তের সময় কম হওয়ায় কমিটি গঠনের পরদিন থেকে কাজ শুরু করেছে কমিটি।

 

২ উত্তর “পুঁজিবাজারে দরপতনের কারণ অনুসন্ধান শুরু করেছে তদন্ত কমিটি”

  • Mamun says:

    Very strange, Very Funny, They investigate themselves. What will be the output?

  • Md. Sakir Hossain says:

    ভাই, এসব ফাউল কাজ করে লাভ নেই। আমার পরামর্শ শুনুন, আগামীকাল থেকে ডিক্লেয়ার দিন, ভাল কোম্পানি (A & B) যেগুলো কোন কারণ ছাড়া অনেক ডাউন হয়েছে, এ রকম কিছু কোম্পানিকে ২০-৩০ % পজিটিভ দিয়ে দেওয়া হবে। দেখবেন সবাই ভালো কোম্পানিতে বিনিয়োগ এর হিরিক শুরু হয়ে যাবে। একটা সময় মার্কেট স্ট্যাবিলিটি পেলে ভালো কোম্পানিকে পজিটিভ % দিয়ে।দিবেন। দুই দিক রক্ষা পাবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.