পুঁজিবাজারের উন্নয়নে শিগগিরই সরকারের সঙ্গে বসবে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে প্রণোদনা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসি চেয়ারম্যান বলেন, মার্কেটের ডেপথ কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। সরকারি এবং বহুজাতিক কোম্পানিকে বাজারে আনার কাজ করছি। বাজারে ভালো কোম্পানি এলে বাজারের গভীরতা বাড়বে। ফ্লোর প্রাইসের কারণে বিদেশি বিনিয়োগকারীরা অনেকটাই সরে গেছে। আমরা তাদের ফিরিয়ে আনতে কাজ করছি। নিরাপদ বাজার গড়ে তুলতে কমিশন কাজ করছে। পুঁজিবাজারের উন্নয়নে খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তিনি বলেন, বাজারে তারল্য বাড়াতে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। আইসিবি সরকার থেকে ফান্ড নিয়ে কাজ করবে। এ বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলব। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে প্রণোদনা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, আমরা কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ছাড় দেব না। শুধু পুঁজিবাজার নয়, পুরো রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। পুঁজিবাজার আগের বাজারের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ হবে।
কবে বসবেন ??
আরো পড়ুক তারপরে বসেন??
আপনারা কেন দেরি করতেছেন সেটা তো আমরা বুঝি