আজ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ইং, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০২৪, বুধবার |

kidarkar

কালিয়াকৈর হাই-টেক পার্কে প্রযুক্তি সম্প্রসারনে জমি লিজ নিল এডিএন টেলিকম

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম প্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণ, উন্নত উৎপাদন সুবিধা ও উদ্ভাবনী কাজে গতি আনতে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ হাই-টেক পার্কে দীর্ঘ মেয়াদের জন্য এক একর জমি লিজ নিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এ-সংক্রান্ত একটি কৌশলগত লিজ চুক্তি করেছে এডিএন টেলিকম। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডিএন টেলিকম কালিয়াকৈর হাই-টেক পার্কের এই প্রকল্পে আইটি/আইটিইএস ডিভাইস, সফটওয়্যার, আইওটি সমাধান এবং এআই-ভিত্তিক ইলেকট্রনিক উপাদান উৎপাদন সুবিধা বাড়াবে।

এর আগে চলতি বছরের শুরুতে এডিএন টেলিকম তাদের ব্যবসা সম্প্রসারণে সিলেটেও হাই-টেক পার্কে একটি জায়গা লিজ নিয়েছে।

কালিয়াকৈর হাই-টেক পার্কে জমির লিজ চুক্তি হয়েছে গত ২৮ অক্টোবর। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পার্ক কর্তৃপক্ষের ক্রয় বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত চার্জ) শাহরিয়ার আল হাসান এবং এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেনরি হিল্টন এবং উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এডিএন টেলিকমের এমডি হেনরি হিল্টন বলেন, এই সহযোগিতা বাংলাদেশের প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নত মানের ও বাজারের জন্য প্রস্তুত পণ্য তৈরি এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারের ওপর জোর দেয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.