আজ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ইং, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০২৪, বুধবার |

kidarkar

আইপিডিসিতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’র সহযোগিতায় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। ব্রেস্ট ক্যান্সার সনাক্তকরণ ও প্রতিরোধে আইপিডিসি’র নারী কর্মীদের সচেতন করাই ছিল এর মূল উদ্দেশ্য।

প্রতিবছর অক্টোবর মাসে বিভিন্ন ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম পালিত হয়। এসময় নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রাথমিকভাবে ক্যান্সার সনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে বিশেষজ্ঞরা নারীদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য-পরামর্শ দেন।

আইপিডিসি ফাইন্যান্স তাদের নারী কর্মীদের জীবনমান উন্নত করতে প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত ও জ্ঞানসমৃদ্ধ কমিউনিটি গড়তে সবসময় স্বচেষ্ট। এই সেমিনারটি দেশব্যাপি নারীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা সহজলভ্য করার আইপিডিসি’র প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে সবাই আশা করছে।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা বিশ্বাস করি, একটি স্বাস্থ্য-সচেতন জাতি গঠনে সবারই নির্দিষ্ট কিছু ভূমিকা থাকে এবং এই সেমিনারের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন উদ্যোগকে আইপিডিসি ফাইন্যান্স সবসময়ই সমর্থন করেছে। তারই ধারাবাহিকতায়, এবার আমরা নারী সংগঠনের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত।”

এই সেমিনারটির লক্ষ্য ছিল ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং নারী স্বাস্থ্যের গুরুত্ব ও সমর্থন বৃদ্ধিতে আইপিডিসি’র কর্মীদের উত্সাহিত করা। সেমিনারটি আয়োজনের মাধ্যমে আইপিডিসি’র লক্ষ্য একটি স্বাস্থ্যসচেতন দল গঠন করা, যারা প্রতিরোধমূলক যত্নে ও সুস্থ থাকতে সক্রিয় পদক্ষেপ গ্রহণে আগ্রহী।

এ প্রসঙ্গে আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’র ফাউন্ডার ও চিফ কো-অর্ডিনেটর এম. এম. জাহিদুর রহমান বলেন, “ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ, যা অবহেলার কোন সুযোগ নেই। আইপিডিসি’র সাথে যৌথভাবে আমরা নারীদের সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে সচেতন করার চেষ্টা করছি। এরইসাথে, আমরা দেশব্যাপি নারী ক্ষমতায়নে কাজ অব্যাহত রাখতে আশাবাদী।”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.