নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের গতিশীলতা আনয়ন এবং স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে অংশীজনদের সমন্বয়ে এক আলোচনা সভা ৩০ অক্টোবর, ২০২৪ তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আইসিবি’র পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ সহ আইসিবি’র মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ পুঁজিবাজারের গতিশীলতা আনয়ন এবং মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির করণীয় বিষয়ে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
যারা জনতা 1st MF এর টাকা নিয়ে গেছে তাদের টাকা রিকভারী করুন। এবং ফানডের টাকায় Treasury bond কিনে আমাদের মূল টাকা ফেরত দিন যত তারাতাড়ি পারেন।আই সি বির মাননীয় চেয়ারমেনের নিকট বিনীত আবেদন।
All kinds of mutual fund sold out & buying the treasury Bill, but not T/bond.This work be done by the Chairman of # Icb # not any others.so we are hope & believe return to my deposit.Thanks & yours faithfull.K.Ahmed.Retd.Engineer of Bpdb. K@30351