মুনাফাতেই আছে ইউনিয়ন ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, দুই প্রান্তিকে ‘নিট মুনাফা’ হওয়ায় নয় মাস শেষে ব্যাংকটি মুনাফাতেই আছে।
ইউনিয়ন ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫২ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি টাকা ১ পয়সা ৩৫ আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৪১ পয়সা।
শুভ কামনা রহি্ল অতিসওর গুরেদাড়াবে এটাই কামনা করছি।
মাশাল্লাহ,, দ্রুত গতিতে কামব্যাক করে বিনিয়োগ কারীদের আশা পূরণ করুক সেই প্রত্যাশা।
১৪ নাম্বার ব্যাংক।
মানুষের টাকা দিয়েতে পারে আবার মুনাফা আছে ব্যাংক।
⛽ বাজ নিউজ করেন কেন।
এইগুলা ভণ্ডামি ছাড়া আর কিছু নয় এই ব্যাংক আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ইউনিয়ন ব্যাংকের নাম বাংলাদেশ থেকে মুছে যাবে এটাই চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আলহামদুলিল্লাহ। এইব্যাংক সহ বাংলাদেশের সকল ব্যাংক আবারো ভালো অবস্থানেআসুক এবং বাংলাদেশের সাধারণ মানুষের ব্যাংকের উপর আস্থা এবং বিশ্বাস ফিরে পাক। এবং প্রত্যেক গ্রাহকের মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাক এবং রাতের ঘুমটা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে।
Kothata sotik
গতকাল চেক প্রতি ৩ হাজার টাকা দিতে পারে নাই, বগুড়া শাখা। কিভাবে মুনাফায় থাকে?
সপ্তাহে দুই হাজার টাকা দিতে পারে না
এবার ইউনিয়ন ব্যাংক নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন করতে হবে যেখানে সমন্বয়েক থাকবে এস আলম গ্রুপের সকল সদস্য
হা হা হা… আওয়ামী পরবর্তী সেরা জোক। ইউনিয়ন ব্যাংক আবার ব্যাংক!!
Good news for everyone
আশা করি ইউনিয়ন ব্যাংক খুব দ্রুত ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশায় রইল।
আশা করি ইউনিয়ন ব্যাংক খুব দ্রুত ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশায় রইল।
ইউনিয়ন ব্যাংকের উত্তরত্তোর সমৃদ্ধি কামনা করছি। টিকে থাকুক এ ব্যাংক।সাধারণ মানুষ দের আমানত সুরক্ষিত থাকুক এবং চাহিদা অনুযায়ী টাকা দিয়ে মানুষের আস্তা অর্জন করুক।
বুঝতে পারতেছিনা কোন আলাউদ্দিনের আশ্চার্য প্রদিপ তাদের আছে।গ্রাহকদের কোট টাকা দিতে পারে না। প্রায় গ্রাক শুন্য অবস্থা। ব্যাংক ভর্তি শুধু তাদের অসাধু কর্মকর্তা-কর্মচারি-ছাড়া আর কিছুই নেই।
আমার প্রত্যাশা এই ব্যাংক ঘুরে দাঁড়াবে।সাধারণ জনগনের কষ্টার্জিত জমানো টাকা ফেরত দিবে।
খুব চিন্তার মধ্য আছি আমাদের ব্যবসায়ী সমিতির টাকা জমা আছে এবং প্রতিমাসে কিস্তি জমা হয় টাকা ফেরত পাবো কিনা
বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক- বাংলাদেশ ব্যাংক এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন ব্যাংকসহ সকল দূর্বল ব্যাংক সবল অবস্থায় ফিরে আসুক – এ প্রত্যাশাা করি।
সকল নাগরিকদের আমানত সুরক্ষিত ও নিরাপত্তায় থাকুক এটাই সকলের কাম্য হওয়া বাঞ্ছনীয়। নেতিবাচক প্রত্যাশাা শুভবুদ্ধির পরিচয় বহন করে না।
এস আলমের কাছ থেকে টাকা নিয়া আসতে পারলে ব্যাংকটির উন্নতি হবে। এছাড়া সম্ভব না
দুর্নীতির সাথে জড়িত সকল ব্যাংক ম্যানেজার এবং কর্মকর্তা কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবে ব্যাংক ঘুরে দাঁড়াবে।