ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটি শেয়ার প্রতি ২৬ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ৩১ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩০ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৮৮ পয়সা।
এই ব্যাংকে আমার দুটো ডিপিএস আছে 5000 টাকা করে এই মাসে শেষ হওয়ার কথা টাকা ফেরত পাবো খুব চিন্তার মধ্যে আছি
আমার একাউন্টের টাকা জমা দিয়েছে বর্তমান টাকা রয়েছে, একা বেশি প্রয়োজন ব্যাংক টাকা দিতে পারতেছে না?
আমার ও বেশ কিচু ডি পি এস,,,এপ ড়ি আর আচে,,,টাকা গুলা কি পাব,,,ব্যাংক ব্যবস্থা এখন কন দিকে এটা কি আদো ঠিক হবে পূর্বের ন্যায়
জারা এ ব্যাংকে পথে বসিয়ে দিচে মানুষের আমানত তুলতে মানুষের কষ্ট হচ্চে হয়রানি কারা হচ্চে,,জারা এটা করচে জারা যুক্ত তাদের সব সম্পত্তি বিক্রি করা হোক,ব্যাংক সব টাকা জব্দ করা হোক তাহলে হয়তো কিচু একটা সমাধান হবে,,,আর মানুষকে হয়রানি না করে মানুষের বিশ্বাস যেন, হয় সে মত কাজ করা দরকার।
এই ব্যংকে আমার একাউন্টে সাত লক্ষ টাকা আছে এই টাকার জন্য আমি বিয়ে করতে পারতেছিনা
আমার একাউন্টে অনেক টাকা আছে ।
আমার পরিচিত এক বোন মাসিক ডিপিএস করেছে _
গত মাসে মেয়াদ শেষ _
এক লক্ষবিশ হাজার টাকা হয়েছে _
একাউন্টে জমা করে দিছে ব্যাংক _
টাকা তুলতে পারছেনা _ ক্যাশে টাকা নেই ~
চেক দিয়ে না কি প্রতিদিন তিন/চার হাজার করে তুলতে
বলে _
এক সাথে ৫ হাজার টাকা ও তুলতে পারবেনা
আমার পরিচিত এক বোন মাসিক ডিপিএস করেছে _
গত মাসে মেয়াদ শেষ _
এক লক্ষবিশ হাজার টাকা হয়েছে _
একাউন্টে টাকা জমা করে দিছে ব্যাংক _
টাকা তুলতে পারছেনা _ ক্যাশে টাকা নেই ~
চেক দিয়ে না কি প্রতিদিন তিন/চার হাজার করে তুলতে
বলে _
এক সাথে ৫ হাজার টাকা ও তুলতে পারবেনা
কিসের মতমত টাকা না দিতে পারলে ব্যংক বন্ধ করে দিন।
ইনশাআল্লাহ!
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবস্থা ভাল হবে।
আমার মতাম ত হচ্ছে যারা এ ধরনের মানুষকে কষ্ট দিচ্ছে তাদের উচিত হবে না যে মানুষকে কষ্ট দেওয়া আমানত মানুষ রাখেছে এই জন্য কোন দুঃসময়ে কাজের জন্য আমার ২ লক্ষ ৪৩ হাজার ৩ ৩ ৩১ টাকা আছে আমি ১০০ বারের উপরে গিয়েছি তারপরও টাকা পায়নি এজন্য আমি খুব দুঃখিত এবং মানুষের কাছে আমি অবহেলিত মনে হচ্ছে
আমার মায়ের ২০ লক্ষ টাকা এফ ডি আর। এগুলো এক ব্যাক্তির টাকা। আজও পাব বলে আশা রাখছি ইনশাআল্লাহ
আমার কথা হচ্ছে, এই টাকা গুলো আমাদের কষ্টের টাকা
আমরা কারো ক্ষতি করিনি কারো থেকে ও আত্মসাৎ করিনি
আমাদের টাকা আমাদেরকে কখন ফিরিয়ে দেওয়া হবে
ব্যাংকের এই অবস্থার কখন পরিবর্তন হবে?
আমার কথা হচ্ছে, এই টাকা গুলো আমাদের কষ্টের টাকা
আমরা কারো ক্ষতি করিনি কারো থেকে ও আত্মসাৎ করিনি
আমাদের টাকা আমাদেরকে কখন ফিরিয়ে দেওয়া হবে
ব্যাংকের এই অবস্থার কখন পরিবর্তন হবে?