ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২ নভেম্বর ২০২৪ ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, রিস্ক মানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, এফসিএমএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীগণ, আঞ্চলিক প্রধান এবং ২০৫টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে জানানো হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শরীয়াহ’র উদ্দেশ্যের আলোকে কল্যাণমুখী অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, স্থানীয় আমানত স্থানীয়ভাবেই বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কল্যাণমুখী ব্যাংকিংয়ের সেবা পৌঁছে দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আগে লেনদেন স্বাভাবিক করার ব্যবস্থা করেন।