অনাবাসিক বাংলাদেশিরাও নিজ নামে কিনতে পারবেন ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’
নিজস্ব প্রতিবেদক: বিদেশ থেকে ডলার সংগ্রহের লক্ষ্যে সঞ্চয়পত্রের নীতিমালায় পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে ‘ইউএস ডলার প্রিমিয়াম বন্ড’ ও ‘ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড’-এ বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকছে না, যেখানে আগে সর্বোচ্চ ৫০ হাজার ডলারের সীমা ছিল। এছাড়া, বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানির বিদেশস্থ অফিসে কর্মরত অনাবাসিক বাংলাদেশিরাও নিজ নামে ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’ কিনতে পারবেন।
একইসঙ্গে ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’-এ সর্বোচ্চ দুবার এবং ‘ইউএস ডলার প্রিমিয়াম’ ও ‘ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড’-এ সর্বোচ্চ চারবার পর্যন্ত পুনর্বিনিয়োগের সুযোগ থাকছে।
অর্থ বিভাগের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে রোববার এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, পেনশনার সঞ্চয়পত্রে প্রতিমাসে মুনাফা প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে এবং বিনিয়োগের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিনিয়োগ সুবিধাও চালু হবে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সংস্কারগুলো ডলার সংকট কাটাতে সহায়ক হবে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশের অর্থনীতি ও সঞ্চয়পত্রের ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সঞ্চয়পত্রের নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে।
এছাড়া, পেনশনার সঞ্চয়পত্রের সিলিং বৃদ্ধির দাবিও উঠেছে। বর্তমানে ৫০ লাখ টাকা পর্যন্ত কেনা গেলেও, বর্তমান পেনশনের মান বিবেচনায় এটি যথেষ্ট নয় বলে অভিমত অনেকের।