সোমবার (৪ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ১৪ জানুয়ারি ইস্যুকৃত ডিরেকটিভ নং বিএসইসি/সিএমআরআপসিডি/২০২১-৩৮৬/০৩ এর (৩)(ভিআই) নং শর্তের যথাযথ পরিপালন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত চিঠির মাধ্যমে মূলত তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নগদ লভ্যাংশ বিতরণ এবং বিতরণকৃত লভ্যাংশের উপর কর্তনকৃত উৎসে করের বিষয়ে ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণের সাথে সাথে বিনিয়োগকারীকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে অবগতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসাথে উক্ত চিঠির মাধ্যমে এতদ্সংশ্লিষ্ট কমপ্লায়েন্স নিশ্চিতকরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সরাসরি নির্দেশনা দিয়েছে যাতে এ সংক্রান্ত প্রয়োজনীয় কমপ্লায়েন্স এর সম্পূর্ণ পরিপালন নিশ্চিত হয়।
চিঠিতে বলা হয়, দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে এবং তাদের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিএসইসি কাজ করছে। বিনিয়োগকারীরা যেন নগদ লভ্যাংশ বিতরণ এবং ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণসহ তাদের বিও অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের তথ্য তাৎক্ষনিক পেতে পারেন এবং অবগত থাকেন সেই বিষয়টি নিশ্চিতে বিএসইসি এক্সচেঞ্জ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে কাজ করছে। একইসাথে এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের কর সংক্রান্ত তথ্য দ্রুত এবং সহজে পাবেন যা আয়কর রিটার্ন দাখিল ও তাতে বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদানকে সহজতর করবে।
ষ্টক এক্সচেঞ্জ এর দৃষ্টি আকর্ষণ করছি,
আমার একটি অভিযোগ লুবরেফ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের বেশ আগে কেনা, এজিএম হয়েছে ২৯ ডিসেম্বর ২০২৩ সালে আজ পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড পাই নাই, কয়েকবার ফোন করেছি অফিস থেকে বলেন কোম্পানির আর্থিক সমস্যা আছে তাই দিতে দেরি হচ্ছে।
দয়া করে ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার প্রয়োজনীয় গ্রহনের অনুরধ জানাচ্ছি।
This direction will not resolve the woes of the investors. It is better to cancel tax deduction on dividend at source .
15% capital gain tax over 50 lacs capital gain income has been introduced in the current year budget over 50 lacs capital gain. There was no capital gain tax for share trader or investors in Bangladesh before. Why it is now 15%? Should be fully exempted ,
Actually 15% Capital gain tax was imposed on this year budget. NBR now showing 30% tax was imposed ( not 15% ) and now half of this has been exempted.
What a big drama!
আমি মেট্রোস্পিনিং এর ২০২২ সালের নগদ লভ্যাংশ এখনো পাইনি এর কারন কি
[10/17, 15:11] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার বাজার কে আরো আধুনিক করতে হবে।
অ্যাকাউন্ট ব্যাংকের সাথে যুক্ত করতে হবে।
যাতে সমগ্র বাংলাদেশের মানুষ সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারী সহজে লেনদেন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
আমরা নিজেরা নগদ বিকাশ রকেট এর মাধ্যম এ টাকা জমা দিব।
তোলার সময় যাতে সহজে তুলতে পারি ভুতের মাধ্যমে সেই ব্যবস্থা করতে হবে।
বিএসসির চেয়ারম্যানের বরাবর আবেদন শেয়ার মার্কেট কে আরো দ্রুত ডিজিটাল করেন।
এতে মানুষের আস্তা এবং বিশ্বস্ততা বাড়বে।
আল্লাহ হাফেজ।
[10/19, 10:26] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার বাজার কে যতদিন
ডিজিটাল না করবেন ততদিন দুর্বল থাকবে
বোকারেস হাউস এর পাশাপাশি সমগ্র বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাকাউন্ট যোগ করে দেন।
সারাদেশের শিক্ষিত মানুষ ব্যবসায়িক মানুষ
শেয়ার ব্যবসায়ী অংশগ্রহণ করতে পারবে। গোপনীয়তা আরো মজবুত করতে হবে।
মানুষের কোটি কোটি টাকার ব্যবসা
খুব তাড়াতাড়ি ডিজিটাল করা উচিত।
আমার টাকা আমি যখন খুশি তুলবো এবং যখন খুশি জমা দিব।
ডিএসসি এবং বিএসসি এর নিকট আকুল আবে বিনো কারীদের দিকে তাকিয়ে না হলেও দেশের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল করেন।
আল্লাহ তালা আপনাদের সঠিক জ্ঞান দান করেন।
আমিন
[10/21, 17:03] Md.alamgir hossain: বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আমার মতাম,
বাংলাদেশে শেয়ার বাজারে,
বেসরকারি প্রতিষ্ঠানেশেয়ারের পরিমাণ ৩০ কোটি এর বেশি হওয়া উচিত নয়।
এবং সরকারি কোম্পানি ৫০ কোটি শেয়ারের বেশি হওয়া
উচিত না।
তাহলে বাজার ভালো থাকবে।
[10/27, 19:04] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন
মার্কেটে কোন কোম্পানি আসার পর
জেট ক্যাটাগরিতে দেওয়া যাবে না।
এতে করে গ্রাহকের চরম ক্ষতি হয়।
বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হল।
[10/27, 19:08] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার মার্কেট একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান।
এখনো বোকারেজ হাউস নির্ভর।
এতে মানুষের আস্থা
কম।
ব্যাংকের সাথে এড করে দেন যাতে করে মানুষ সহজে লেনদেন করতে পারে।
মান্দাতার আমলের সিস্টেমে পড়ে আছেন।
[10/30, 18:14] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম,
মাননীয় অর্থ উপদেষ্ট এবং বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন,
আমরা যাতে সহজে টাকা তুলতে এবং জমা দিতে পারি এজন্য ব্যাংকের মত বুধ তৈরি করা উচিত। বিকাশ এবং নগদ এর সাহায্যে টাকা তুলা এবং জমা করা যায়। সেই ব্যবস্থা করতে হবে।
প্রয়োজনে শেয়ার ব্যাংক করেন।অথবা ব্যাংক এর সাথে একাউন্ট যোগ করে দেন।
[11/4, 19:13] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
করুনার সময় মার্কেট ওটু বাড়ানো হয়েছিল
এখন মাঝে মাঝে অটো বাড়ানো উচিত।
বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আবেদন বিষয়টা দেখবেন।
[11/4, 19:16] Md.alamgir hossain: বিসমিল্লাহিররাহমানিররাহিম,
,বিএসইসির নিকট আকুল আবেদন
যে সকল কোম্পানি শেয়ার মার্কেটে আসবে
তাদেরকে কখনো জেটক্যাটাগরিতে নিবেন না।
এ এবং বি ক্যাটাগরিতে রাখবেন তা না হলে বিনিয়োগকারীদের অবস্থা খারাপ হবে।
জেড ক্যাটাগরিতে গেলে কোম্পানির লাভ।
বিনিয়োগকারীদের লস।