নারী উদ্যোক্তাদের স্বাস্থ্য সুবিধা দিবে আইপিডিসি ও ব্র্যাক হেলথকেয়ার
নিজস্ব প্রতিবেদক: নারী উদ্যোক্তাদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের (বিএইচএল) সঙ্গে অংশীদারিত্ব করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
এর মাধ্যমে, এসএমই জয়ী ক্লায়েন্ট ও তাদের পরিবারবর্গ অগ্রাধিকারমূলক স্বাস্থ্য পরীক্ষা সেবাসহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতা লাভে সহায়তা করা।
রবিবার (৩ নভেম্বর) একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক হেলথকেয়ারের হেড অব ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশীপ মোঃ রোকনুজ্জামান এবং মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার এ,কে,এম মঈনুদ্দীন শাহ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত হন।
এই অংশীদারিত্বের মাধ্যমে, আইপিডিসি’র এসএমই জয়ী ক্লায়েন্ট ও তাদের পরিবারবর্গ বিশেষ মূল্যে ব্র্যাক হেলথকেয়ারের বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এই প্যাকেজের মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক সেবা ও মূল্যছাড়, যা নারী উদ্যোক্তা ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলবে। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সুস্থতা ও কল্যাণ নিশ্চিতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের এই যৌথ প্রচেষ্টা।
এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সবসময়ই ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ভিন্ন কিছু করার চেষ্টা করে, এবং সেই ধারাবাহিকতায় এবার আমাদের এসএমই জয়ী ক্লায়েন্ট ও তাদের পরিবারকে স্বাস্থ্য সেবা প্রদানে আমরা ব্র্যাক হেলথকেয়ারের সাথে অংশীদারিত্ব করেছি। এর মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো, যা তাদের আরও শক্তিশালী ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করবে।”
এই অংশীদারিত্ব নারীদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলবে। ব্র্যাক হেলথকেয়ারের বিশেষ সুবিধাদির মাধ্যমে আইপিডিসি’র এসএমই জয়ী ক্লায়েন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা পাবেন।
ব্র্যাক হেলথকেয়ারের হেড অব হেলথ এন্টারপ্রাইজ ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, “আইপিডিসি জয়ীর সাথে অংশীদারিত্বে নারী উদ্যোক্তাদের এই বিশেষ স্বাস্থ্যসেবার আওতায় আনতে পেরে আমরা আনন্দিত। আমাদের থেকে নারীরা বিশেষ স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ ও জয়ী হেলথ কার্ড পাবেন, যার মাধ্যমে আমরা সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবো। নারীরা যাতে সুস্থভাবে নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন, এই স্বাস্থ্য প্যাকেজগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে।”