আজ: বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ইং, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

আইসিএসবি এবং এআইইউবি-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত এবং চার্টার্ড সেক্রেটারীজ পেশার উপর ক্যারিয়ার সেশন আয়োজিত

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ (এআইইউবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে; এছাড়াও চার্টার্ড সেক্রেটারী পেশার উন্নয়ন ও বিকাশে “Unlocking your potential with ICSB: A journey to professional excellence” শীর্ষক একটি ক্যারিয়ার সেশনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ৪ নভেম্বর ২০২৪ তারিখে এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত হয়।

এআইইউবি-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং আইসিএসবি-এর এডুকেশন কমিটির চেয়ারম্যান জনাব আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক কল্যাণের জন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের একাডেমিক ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি, জ্ঞান ও সাম্প্রতিক তথ্যের বিনিময়, গবেষণা কার্যক্রম, কারিকুলামের উন্নয়ন, প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনসহ সার্বিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে, যা নির্দিষ্ট শর্তাবলীর অধীনে পরিচালিত হবে।

আইসিএসবি-এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জনাব এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, কাউন্সিল সদস্য জনাব মো. আজিজুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্য জনাব ওলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য জনাব মো. শরিফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য ও পরীক্ষার কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, জনাব ফারুক আহমেদ পাটোয়ারী এসিএস, আইসিএসবি-এর সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. জাকির হোসেন, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মো. শামিবুর রহমান এফসিএস, পরিচালক (শিক্ষা) জনাব কাজী আন্দালীব আমীন এবং অতিরিক্ত পরিচালক (শিক্ষা) জনাব মেহেদী হাসান। অপরদিকে, এআইইউবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য ড. মো. আব্দুর রহমান, স্নাতকোত্তর প্রোগ্রামের পরিচালক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুল হাসান, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. পার্থ প্রসাদ চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান  সহযোগী অধ্যাপক ড. মো. আফতাব আনোয়ার, ওএসসিএম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. তামজিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক এম. এস. বোহী শাহজাহান এবং সহকারী অধ্যাপক ও পরিচালক (ওপিএ) জনাব আর. তারেক মওদুদ।

ভাইস প্রেসিডেন্ট  জনাব এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস আইসিএসবি-এর সকল প্রতিনিধিকে এআইইউবি-এর উপাচার্য মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা এবং আইসিএসবি-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। উভয় পক্ষই সম্পদ উন্নয়ন ও বিনিময়, কর্মশালা, সেমিনার-সম্মেলন এবং অন্যান্য তথ্য ও জ্ঞান বিনিময়মূলক কার্যক্রমে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে, উভয় পক্ষ একে অপরের সাথে স্মারক উপহার বিনিময় করেন।

পরবর্তীতে, এআইইউবি-এর মিডিয়া স্টুডিও অডিটরিয়ামে চার্টার্ড সেক্রেটারি পেশার উপর “Unlocking your potential with ICSB: A journey to professional excellence” শীর্ষক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়, যেখানে আইসিএসবি-এর এডুকেশন কমিটির চেয়ারম্যান জনাব আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক  শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্ব ছিল প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত। শিক্ষার্থীরা আইসিএসবি আয়োজিত  কুইজে  সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইসিএসবি -এর সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. জাকির হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইসিএসবি-এর প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি তাদের আন্তরিক আগ্রহ ও উদ্দীপনার জন্য ধন্যবাদ জানানো হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.