প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ২৮১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিনফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৫.৯৫ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৩ টাকা ১০ পয়সা বা ৫.৬৮ শতাংশ।
আর ৭ টাকা ১০ পয়সা বা ৫.৪৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৫.৪০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৪০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫.৩৫ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৫.২৪ শতাংশ, সিলভা ফার্মার ৫.২১ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫.১২ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার দর ৫.১১ শতাংশ কমেছে