আজ: রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ইং, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ নভেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

চীনের দুই কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত ন্যামস মোটরসের

নিজস্ব প্রতিবেদক:ন্যামস্ মোটরস্ লিমিটেড ও চীনের Wellbe Communication Technology Limited এবং Beijing Hairun Haosheng Technology Limited এর মাঝে বাংলাদেশে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর প্রধান কার্যালয়ে চীনের একটি বিনিয়োগকারী দলের সাথে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান মহোদয়ের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের সুনামধন্য অটোমোবাইল প্রতিষ্ঠান ন্যামস্ মোটরস্ লিমিটেড এর সাথে চীনের Wellbe Communication Technology Limited এবং Beijing Hairun Haosheng Technology Limited যৌথভাবে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারী ও সোলার প্যানেল তৈরীর কারখানা স্থাপন এবং স্যাটেলাইট কানেকশন এর জন্য বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশের দূষণ কমানো এবং নতুন চাকুরীর ক্ষেত্র তৈরী করে বেকার সমস্যা সমাধানে অবদান রাখবে বলে আশা করা যায়।

উক্ত সভায় যৌথ বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর এক্সিকিউটিভ চেয়ারম্যান মহোদয় চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এর সাথে ন্যামস্ মোটরস্ লিমিটেড পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেঃ জেনাঃ শফিকুজ্জামান (অবঃ), পরিচালক মেজর জেনাঃ এ কে এম আবদুর রহমান ওএসপি, এনডিসি, পিএসসি (অবঃ), চীফ অপারেটিং অফিসার নুরউদ্দিন জাহাঙ্গীর, সহকারী পরিচালক মোকাম্মেল হোসেন এবং Wellbe Communication Technology Limited ও Beijing Hairun Haosheng Technology Limited এর পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান Wong Tik Benjamin, মার্কেটিং ডিরেক্টর Cheung Tung Piu Bill, এক্সিকিউটিভ ডিরেক্টর Liu Meishu, ম্যানেজার Pan Qiang, চীফ ইন্জিনিয়ার Tong Yongzhang, ম্যানেজার Wang Guiyang, ইন্জিনিয়ার Palash Kumar Sen উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.