ইস্টার্ন কেবলসের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।
রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
২০২৪ অর্থবছরে ইস্টার্ন কেবলসের শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ পয়সা, যা আগের বছরে ছিল ৪৯ পয়সা। এছাড়া, ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৪৪ টাকা ৬৫ পয়সায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ফেব্রুয়ারি, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।