টানা পতনের পর বড় উত্থানে পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট। তবে আগের কার্যদিবসে প্রধান সূচক ৫০ পয়েন্ট কমেছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১১৯৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৯৭৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৮টি কোম্পানির, বিপরীতে ১৩৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
Stock Derivatives মার্কেট চালু করা হোক। ডেরিভেটিভস মার্কেটে তথা Futures Market এ ট্রেডিং ফি কম হয় বলে সেখানে বড় ট্রেডার্স/liquidity বেশি থাকে। বড় ট্রেডগুলো সেখানে হলে Spot মার্কেটে প্রাইস ফ্লাকচুয়েশনের প্রভাবটা তুলনামূলক কম পড়বে। একই সাথে মার্কেট down এ পড়তে থাকলে বিনিয়োগকারীরা short selling এর মাধ্যমে নিজের পোর্টফোলিও-কে hedge করার সুযোগ পাবে।free flot er 10% jate short sell kora jai emon niyom korle,jara technical analysis a expert tara down market a bebsha korar opportunity pabe,pakistan a free flot er 3% short sell korer niyom ase,news koren.
Beximco keno ekhono floor price a..
একদিন সূচক বাড়লেই বেশি কথা বলে যারা
তারা কোথায় ??
হয় মার্কেট ঠিক করো নতুবা নির্বাচন চাই।
৩ মাস পার হওয়ার পরেও এমন কিছু দেখতে পারতেছি না