সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ শামপুর সুগার মিলস
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১০-১৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৪৮টির দর বেড়েছে, ২০৫টির দর কমেছে, ৩১টির দর অপরিবর্তিত ছিল এবং ২৯টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে শামপুর সুগার মিলস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬.৯৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্সুরেন্সের ২৪.৫৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ২২.১০ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ২১.১৩ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ২১.১২ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ১৯.১৭ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ১৮.৯৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৮.৪৬ শতাংশ, প্রভাতি ইন্সুরেন্সের ১৮.১৫ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ১৭.৫৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।