আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সংলাপ অনুষ্ঠিত
ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ‘ফাইনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে প্যানেল আলোচনা, পোস্টার প্রেজেন্টেশন এবং আর্থিক খাতের চলমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সংস্কার বিষয়ে আলোচনা করা হয়।
সংলাপ অনুষ্ঠানে সংস্কার আলোচনার উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল- ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এর বর্তমান প্রেক্ষাপট পর্যালোচনা এবং উন্নতির সুযোগগুলো চিহ্নিত করা। সেই সাথে পুঁজিবাজারের দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য উদ্ভাবনী কৌশল খুঁজে বের করা। আর্থিক অপরাধ ও নিয়ন্ত্রণসহ অর্থপাচার প্রতিরোধ, সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধ এবং মূলধন পাচার সম্পর্কিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার উপায় বের করা। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, মুদ্রানীতি ও রাজস্ব নীতিমালা এবং কর সংস্কার নিয়ে নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন আলোচকরা।
এই সংলাপ অনুষ্ঠানে ‘অ্যাকশেনেবল ফাইনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক পলিসিস ফর অ্যান ইনক্লুসিভ, ইকুইটেবল অ্যান্ড প্রোসপেরাস বাংলাদেশ শীর্ষক উদ্বোধনী প্লেনারি সেশনে প্রধান বক্তা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ব্র্যাক ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সেলিম আর এফ হোসেন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লালারুখ।
অনুষ্ঠানের প্লেনারি সেশন, প্যানেল আলোচনা এবং পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এর সংস্কারের রূপরেখা তুলে ধরেন আলোচকরা। প্যানেল আলোচনায় আলোচকদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এর সিইও নাসের এজাজ বিজয়, লঙ্কাবাংলা ফাইন্যান্স এর ম্যানেজিং ডিরেক্টর হুমায়রা আজম, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান, সানেম এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. সেলিম রায়হান, ইউএসএআইড এর ইকোনোমিক গ্রোথ অ্যান্ড গর্ভন্যান্স এর ডিরেক্টর মিখাইল টুরাডসহ বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি হলো-দেশের আর্থিক খাতের বর্তমান নীতি ও কার্যপ্রণালীর দুর্বলতাগুলো চিহ্নিত করা। দ্বিতীয়টি হচ্ছে- আর্থিক খাতের উন্নয়নের জন্য সংস্কারের প্রস্তাব দেওয়া এবং তৃতীয়টি হলো- আর্থিক খাতের সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান। এই প্রস্তাবনাগুলো একটি কার্যকর ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে, যা সমগ্র অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে এবং ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও জাতীয় স্তরে সকলের কল্যাণে অবদান রাখবে।