আজ: বুধবার, ২০ নভেম্বর ২০২৪ইং, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ নভেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

অন্তবর্তীকালীন সরকারের ১০০ দিন

শেয়ারবাজার এখনো অস্থিতিশীল: টিআইবি

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজার এখনো অস্থিতিশীল বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে কর্তৃত্ববাদী সরকার পতনের পরবর্তী ও অন্তবর্তীকালীন সরকারের ১০০ দিনের ওপর টিআইবির বিশ্লেষণ ও পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারের উন্নয়নে যত উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করেছে টিআইবি। প্রকাশিত পর্যবেক্ষণে জানানো হয়েছে দেশের শেয়ারবাজার এখনো অস্থিতিশীল।

পুঁজিবাজার নিয়ে টিআইবি যেসব বিষয় পর্যবেক্ষণ করেছে সেগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি পুনর্গঠন, শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন, শেয়ারবাজারের দরপতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন, সালমান এফ রহমান ও এস আলমের শেয়ারবাজারে অনিয়মের তদন্তে কমিটি গঠন এবং মূলধনি মুনাফার কর হ্রাস করে ১৫ শতাংশ করা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.