আজ: বুধবার, ২০ নভেম্বর ২০২৪ইং, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

ট্রাম্পের শাসনামল অপছন্দ হলে ৪ বছরে সমুদ্র যাত্রার প্যাকেজ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর হতাশ ডেমোক্রেটরা। কারও কারও অভিযোগ, পাগলাটে ট্রাম্পের আমলে বসবাসের অযোগ্য হয়ে উঠবে যুক্তরাষ্ট্র। যারা রিপাবলিকান এই নেতার শাসনামলে যুক্তরাষ্ট্রে থাকতে চান না তারা এখন চাইলে জাহাজে ঘুরেই কাটাতে পারবেন আগামী চার বছর।

ট্রাম্পের শাসন থেকে বাঁচতে ডেমোক্র্যাট পার্টির সমর্থকদের ফ্লোরিডা ভিত্তিক একটি ক্রুজ কোম্পানি দিচ্ছে অভিনব এই অফার। অবশ্য তাদের ট্যুর লা ভি নামের বিশেষ প্রোগ্রামের আওতায় রয়েছে এক থেকে চার বছর পর্যন্ত আলাদা চারটি প্যাকেজ। এখানে থাকতে প্রত্যেককে প্রতিবছর গুণতে হবে ৪০ হাজার ডলার।

ভিলা ভি রেসিডেন্সের প্রতিষ্ঠাতা মিকায়েল পিটারসন বলেছেন, ট্রাম্প নির্বাচনে জিতেছে। এখন অনেক ডেমোক্র্যাটই যুক্তরাষ্ট্রে বসবাস করতে চাইবে না। কয়েক বছরের জন্য পালানোর ক্ষেত্রে জাহাজের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এখানে থেকে প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘুম থেকে উঠতে পারা যাবে। যা কিছু প্রয়োজন সবই পাবেন।

মালিকপক্ষের দাবি, মার্কিন নির্বাচনের আগেই তারা এই বিশেষ প্যাকেজের প্রচারণা শুরু করেছে। কমালা হ্যারিস জিতলে রিপাবলিকানদের দেয়া হতো অফার। এখন দেয়া হচ্ছে হতাশায় ভোগা ডেমোক্রেটদের। ভিলা ভি ওডিসি নামের প্রমোদতরীটি চার বছরে প্রায় দেড়শ দেশের চার শতাধিক বন্দরে ভিড়বে। বন্দরগুলো থেকে অতিথি প্রবেশের সুযোগও রয়েছে।

মিকায়েল পিটারসন আরও বলেছেন, ‘আমরা একবার ভ্রমণে বের হলে সাধারণত ১৪০টির বেশি দেশের ৪২৫টি গন্তব্যে যাই। কাজেই চার বছরে আমাদের গন্তব্য এরচেয়ে আরও কিছু বেশি হবে।’

উল্লেখ্য, প্রমোদতরীটিতে একসাথে ৬০০ জনের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে বিলাসী জীবন যাপনের সব উপকরণ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.