সাপ্তাহিক দর পতনের শীর্ষ আইবিবিএল সেকেন্ড পারপ্যেচুয়াল মুদারাবা বন্ডের
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৭-২১ নভেম্বর) প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৭২টির দর বেড়েছে, ২৮৭টির দর কমেছে, ২৩টির দর অপরিবর্তিত ছিল এবং ৩১টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে আইবিবিএল সেকেন্ড পারপ্যেচুয়াল মুদারাবা বন্ডের। সপ্তাহজুড়ে বন্ডটির শেয়ারদর ১৮.৬৮ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্ট মিলসের ২৫.২৯ শতাংশ, অগ্নি সিস্টেমসের ২১.১০ শতাংশ, এসিআইয়ের ১৭.৮৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১৫.৪৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ১৩.১৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১২.৯৯ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১২.৬৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.৬২ শতাংশ এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১১.৪২ শতাংশ শেয়ার দর কমেছে।