আজ: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ইং, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ নভেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

ভবিষ্যৎ-উপযোগী অবকাঠামো স্থাপনে পিএমআই বাংলাদেশের সম্মানজনক পুরস্কার পেল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক: প্রকল্প ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের সম্মানজনক ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’ পুরস্কার অর্জন করেছে বাংলালিংক।

‘কুমিল্লা ডিসি ডিআর প্রকল্প’র জন্য এ অ্যাওয়ার্ড লাভ করে বাংলালিংক। প্রজেক্ট অব দ্য ইয়ার, প্রজেক্ট ম্যানেজার অব দ্য ইয়ার ও রানার-আপ প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস (পিএমও) অব দ্য ইয়ার– এ তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি লাভ করে প্রকল্পটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির আইটি’র হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সার্ভিস এস এম আল মাইমুন ও প্রতিষ্ঠানের টেকনোলজি ট্রান্সফরমেশন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ইসলাম।

এ অর্জন বাংলালিংকের ডিজাস্টার রিকভারি (ডিআর) ডেটা সেন্টার স্থাপনে সফলতার এক উল্লেখযোগ্য উদাহরণ। ডিআর ডেটা সেন্টারের মাধ্যমে প্রযুক্তিগত ত্রুটি, সাইবার হামলা বা প্রাকৃতিক দুর্যোগের মতো প্রতিকূলতার সময়েও নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়, যা বাংলালিংকের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে গ্রাহক সেবা এবং অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য।

নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণে নিরলস কাজ করছে বাংলালিংক; এক্ষেত্রে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের সুরক্ষিত এবং নির্ভরযোগ্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে কার্যকরী ডিআর কৌশল বাস্তবায়ন করেছে। ২০২২ সাল থেকে বাংলালিংক নেটওয়ার্কের স্থিতিশীলতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে, যা দেশজুড়ে ডিজিটাল চাহিদা পূরণের ক্ষেত্রে একটি নিরাপদ, স্থিতিশীল ও ভবিষ্যৎ-উপযোগী নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হুসেইন তুর্কার, বলেন,
“আমরা গ্রাহকদের জন্য নতুন সব ডিজিটাল সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রডব্যান্ড, আইটি, মোবাইল ইন্টারনেট ও বিনোদের ক্ষেত্রে সেবা প্রদানে ডিজিটাল রূপান্তরে উন্নত অবকাঠামো সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজাস্টার রিকভার ডেটা সেন্টার নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগসহ বড় ধরনের প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই অবকাঠামো তৈরিতে উদ্যোগ গ্রহণে এমন সম্মানজনক স্বীকৃতি অর্জন করে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার; প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর অমিত গয়াল; এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশের প্রেসিডেন্ট এ টি এম ইকবাল চৌধুরী, পিএমপি। অনুষ্ঠানে বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আইটি’র ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ফয়সাল খান এবং কোর নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর মাসুম আকন্দ।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.