টানা সাত কার্যদিবস পর নামমাত্র উত্থান, স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে টানা সাত কার্যদিবস পতনের পরে মঙ্গলবার কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। টানা পতন থামলেও এদিন শেয়ারবাজারের দুইশত কোম্পানির শেয়ার দর কমেছে। এতে করে অস্বস্তিতেই রয়েছে বিনিয়োগকারীরা।
আজ সূচকের উত্থানে শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। লেনদেনের পুরোটা সময় উত্থানেই ঘুরপাক খাচ্ছিল সূচক। তবে শেষ পর্যন্ত সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে।
টানা তিন দিনের পতনে শেয়ারবাজার থেকে ১০৯ পয়েন্ট সূচক হারিয়েছে। আর একদিনে নামমাত্র উত্থানে ফিরেছে ৭ পয়েন্ট। অর্থাৎ ১০২ পয়েন্ট সূচক পিছিয়ে আছে। তিন দিনে বিনিয়োগকারীরা হায়ায় ৫ হাজার ৫১৭ কোটি টাকা আর একদিনে বিনিয়োগকারীদের কাছে ফিরেছে ৫৫৫ কোটি টাকা।
বাজার বিশ্লেষকরা বলছেন, তলানির দিকে হাটতে থাকা শেয়ারবাজার মাঝে মাঝে কিছুটা বিশ্রাম নিয়ে থাকে। সেই বিশ্রামের অংশ হিসেবেই আজ সামান্য উত্থান শেয়ারবাজারে। নিয়ন্ত্রক সংস্থাগুলো যতগুলো পদক্ষেপ নিয়েছে সেগুলোর একটিও যদি কার্যকর করা সম্ভব হতো হবে বাজারের এই অবস্থা থাকতো না। দেশ এবং বিনিয়োগকারীদের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাকে হাতে নেয়া পদক্ষেপগুলো কার্যকর করতে হবে।
বাজার পর্যালোচনা করলে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১.০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৮১ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৬ লাখ টাকার বা ১২ শতাংশ।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯টির বা ২৯.৮৯ শতাংশের, কমেছে ২০০টির বা ৫০.২৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭৯টির বা ১৯.৮৫ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ১১৮টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৩৩২ পয়েন্টে।
মার্কেট ভালো করে তারপর ধরাধরি করেন যারা কারসাজি করে।
অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা