বোনাস ডিভিডেন্ড সমন্বয়ের পর বেক্সিমকোর নতুন ফ্লোর প্রাইস নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) শেয়ারের বোনাস ডিভিডেন্ড সমন্বয় করেছে।
বোনাস ডিভিডেন্ড সমন্বয় করার পর আজ বুধবার বেক্সিমকো লিমিটেডের শেয়ারের নতুন ফ্লোর প্রাইস নির্ধারিত হয়েছে ১১০ টাকা ১০ পয়সায়।
বেক্সিমকো লিমিটেড সম্প্রতি র শেয়ারহোল্ডারদের ২০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড প্রদান করেছে। যার রেকর্ড ডেট ছিল ২৫ নভেম্বর।
তবে প্রযুক্তিগত সমস্যার কারণে ডিএসই কোম্পানিটির রেকর্ড ডেটের পর বোনাস ডিভিডেন্ড সমন্বয় করতে ব্যর্থ হয়। বিপরীতে ২৬ নভেম্বর ডিএসই ভুলভাবে বেক্সিমকোর শেয়ারের মূল্য ৫ শতাংশ বৃদ্ধি প্রদর্শন করে প্রদর্শন করেছে।
এ বিষয়ে ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আজ বুধবার (২৭ নভেম্বর) প্রযুক্তিগত ত্রুটি সংশোধন করা হয়েছে এবং নতুন ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে, যা আগের ফ্লোর প্রাইসের থেকে ৫.৭৬ কম প্রতিফলিত হয়েছে।
এদিকে, চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) ইতোমধ্যে ২৬ নভেম্বর বেক্সিমকোর ফ্লোর প্রাইস সমন্বয় করেছে। সিইসি-তে ফ্লোর প্রাইস নির্ধারণ হয়েছে ১১০ টাকা ২০ পয়সায়।