আজ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ইং, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

প্রধান উপদেষ্টার কাছে ‘অর্থনীতির শ্বেতপত্র’ হস্তান্তর আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রোববার (১ ডিসেম্বর) বেলা ১২টায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি তুলে দেবেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

গত বৃহস্পতিবার রাজধানীর পল্টনে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) যৌথ আয়োজনে এক সংলাপে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা জানান।

জানা গেছে, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সেখানে প্রতিবেদনের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে।

প্রতিবেদনের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি; যার মধ্যে রয়েছে বিগত ১৫ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গড়মিল, জিডিপি-মূল্যস্ফীতির তথ্যে নয়-ছয়, বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা, রাজস্ব আহরণে পদক্ষেপসহ নানা বিষয়। এসব বিষয়ে তুলে ধরা হবে সংবাদ সম্মেলনে।

একই সঙ্গে ব্যাংক খাতের লুটপাটের দিকটিও শ্বেতপত্রে গুরুত্ব পাবে। প্রতিবেদনে সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলোও সুপারিশ করবে কমিটি।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর ওই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.