আজ: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ইং, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

বাজারে এলো নতুন ‘প্যারাসুট ন্যাচারালে’ এগ শাইন শ্যাম্পু

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম জনপ্রিয় হেয়ার কেয়ার ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড সম্প্রতি তাদের স্বনামধন্য ব্র্যান্ড ‘প্যারাসুট ন্যাচারালে’-এর অধীনে তাদের নতুন আকর্ষণীয় ভ্যারিয়েন্ট ‘প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু’ বাজারে নিয়ে এসেছে। এতে আছে নানা প্রাকৃতিক উপাদানের গুণাবলি। এগ প্রোটিন ও কোকোনাট মিল্ক প্রোটিনের মতো প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এই শ্যাম্পু দিবে নজরকাড়া ও উজ্জ্বল চুল।

প্যারাবেন-মুক্ত ও ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত ‘প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু’ চুলকে করে আরও মজবুত ও সুন্দর। এর এগ প্রোটিন চুলের উজ্জ্বলতা বাড়ায়, আর কোকোনাট মিল্ক প্রোটিন চুলকে গোঁড়া থেকে মজবুত করে যা ব্যবহার করে ক্রেতারা সহজেই নানাবিধ প্রাকৃতিক উপাদানের গুণাগুন পাবেন।

চুলের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক হওয়ায় ডিম চুলের যত্নের নানা উপায়ের মধ্যে উল্লেখযোগ্য একটি উপাদান হিসেবে বেশ পরিচিত। তাই, তীব্র গন্ধ থাকা সত্ত্বেও চুলের যত্নের একটি অন্যতম প্রধান উপাদান হিসেবে দেশের নারীদের মাঝে এটি বেশ জনপ্রিয়। চুলের যত্নে ডিম ব্যবহার নিয়ে নারীদের এই সমস্যাকে উপলব্ধি করে প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু এনেছে নির্ভরযোগ্য সমাধান যা ব্যবহারে ফুলের মিষ্টি সুবাসের সাথে ডিমের গুণাগুন পাবে ক্রেতারা। এভাবে এটি তাদের হেয়ার কেয়ার রুটিনকে করে তুলবে আরও অভিনব ও আধুনিক।

এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনেজার এরিক বলেন, “গত চার বছরে প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পুর প্রতি আস্থা রাখায় আমাদের ভোক্তাদের নিকট আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্যারাসুট ন্যাচারালে ভোক্তাদের প্রয়োজন ও চাহিদা উপলব্ধি করে ভোক্তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট থাকে আর সেইসাথে বরাবরই সুলভ সমাধান নিয়ে আসতে চেষ্টা করে। সেই জায়গা থেকেই ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু নিয়ে এসেছি। ভোক্তারা আমাদের এই নতুন উদ্ভাবনকেও সাদরে গ্রহণ করবে বলে আমি আশাবাদী।”

প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু’র ১৭০ মি.লি. বোতল এখন ১৪০ টাকা, ৩৩০ মি.লি. বোতল এখন ২৬৫ টাকা এবং ৫.২৫ মি.লি. স্যাশে মাত্র ২ টাকায় দেশের সব সুপার শপ, ডিপার্টমেন্টাল স্টোর, গ্রোসারি স্টোর, কসমেটিক স্টোর, মডার্ন ট্রেড এবং ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। নতুন এই পণ্যটির উদ্বোধনকে ঘিরে ভোক্তাদের মাঝে সাড়া ফেলতে দেশব্যাপী বিভিন্ন প্ল্যাটফর্মজুড়ে বিভিন্ন ক্যাম্পেইন চলছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.