আজ: সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ইং, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ইরানের পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৩২ মিনিটে খুজেস্তানের হাফটকেল জেলায় ভূমিকম্প আঘাত হানে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরান ইউনিভার্সিটির সিসমোলজি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর কেন্দ্রটি মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।

এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের জুনে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ৪ ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.