আজ: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ইং, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

আইরিশদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চা-শ্রমিকের বেশে টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন করে তাক লাগিয়ে দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। এবার মাঠে তাক লাগানোর পালা জ্যোতিদের সামনে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দল। টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। তাতে জয়-পরাজয়ের সংখ্যা সমান ১টি করে। ২০১৬ সালে ১-০ ব্যবধানে হারের দুই বছর পর বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে। এরপর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে তিন দেখায় প্রত্যেকবারই জয়ের হাসি হেসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার ওয়ানডেতে ধবলধোলাই করার পর টি-টোয়েন্টি খেলতে নামা বাংলাদেশ ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে হট ফেভারিট। জ্যোতিদের মেজাজও ফুরফুরে।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, তাজ নেহার, রিতু মনি, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, ফারিহা তৃষনা, জান্নাতুল ফেরদৌস।

আয়ারল্যান্ড: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, অরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, লরা ডেলানি, উনা রেমন্ড-হোই, সারাহ ফোর্বস, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও অ্যামি ম্যাগুয়ার।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.