’এ’ ক্যাটাগরিতে ফিরলো কনফিডেন্স সিমেন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি ‘জেড’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। কোম্পানি রোববার থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন শেষ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করায় ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করতে পারায় কোম্পানিটিকে সম্প্রতি জেড গ্রুপে পাঠানো হয়েছিল।
১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তার আগে ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। ২০২২ সালেও কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।
৮৬ কোটি ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩০ দশমিক ৩৪ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৬৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ ৩৭ শতাংশ শেয়ার রয়েছে।
😁😁😁😁😁😁😁
পাগলদের শেয়ার বাজার।
এ দেখি আর এক নাট্যকার।
চেয়ারম্যান সাহেব এভাবে কি আর শেয়ার বাজার চালাতে পারবেন মিয়া