আজ: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ইং, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

র‍্যাংগস ইমার্টে এলজি ওলেড প্রেজেন্ট ‘আলটিমেট ব্যাটেল’ গেইম শো-এর উদ্বোধন করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান

নিজস্ব প্রতিবেদক: আজ গুলশানের র‌্যাংগস ইমার্ট শোরুমে এলজি ওলেড প্রেজেন্ট ‘আলটিমেট ব্যাটেল’ নামে গেমিং প্রতিযোগিতা উদ্বোধন করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। র‌্যাংগস ই-মার্ট এবং এলজি যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো এই গেমিং প্রতিযোগিতা আয়োজন করেছে। পুরো মাস জুড়ে চলবে র‍্যাংগস ইমার্ট এবং এলজি আয়োজিত এই গেইম প্রতিযোগিতাটি এবং এই প্রতিযোগিতার বিজিয়ী পাবেন এলজি ৬৫” ওলেড টিভি এছাড়াও থাকছে আরও অনেক আকর্ষনীয় গিফট।

ইভেন্টে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান বলেন, “এরকম একটি গেমিং ইভেন্টের অংশ হতে পেরে আমি আনন্দিত। এখানে এসে আমি বেশ উপভোগ করেছি এবং আমার ফ্যানদের সাথে ইন্টারএক্টের অভিজ্ঞতা সবসময় দারুন থাকে। বাংলাদশে এমন একটি ভার্চুয়াল গেমিং ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য র‍্যাংগস ই-মার্ট’কে ধন্যবাদ জানাতে চাই।”

উদ্ভোদনে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, জনাব আশিকুল ইসলাম, হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স এলজি, র‍্যানকন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ঈয়ামিন শরীফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজি আশিকুর রহমান এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সাথে উপস্থিত ছিলেন আরও অনেক ইনফ্লুয়েন্সার।

এলজি ও র‌্যাংগস ইমার্ট এর এই প্রতিযোগিতাটি উপভোগ করতে গেমিং প্রেমীরা একত্রিত হন এবং তাদের উৎসাহ প্রকাশ করেন।

এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে গেইম নিয়ে এমন উৎসুক জনতা আছে তা দেখে আমি অভিভূত। র‍্যাংগস ই-মার্টের সাথে এমন একটি গেমিং ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত। আশা করছি পরবর্তিতে এমন আরও অনেক আয়োজন থাকবে আমাদের ক্রেতাদের জন্য। এছাড়াও শীঘ্রই র‍্যাংগস ইমার্ট এলজি ওলেড এর সি৪ সিরিজ লঞ্চ করতে যাচ্ছে।

র‍্যানকন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ঈয়ামিন শরীফ চৌধুরী বলেন, বাংলাদেশে এলজির ওলেড টিভির আরও পরিচিতি বৃদ্ধিতে র‍্যাংগস ইমার্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই গেইম শোটি তারই একটি অংশ। ক্রেতাদের কথা মাথায় রেখে র‍্যাংগস ইমার্ট এলজির লেটেস্ট ওলেড টিভিগুলোতে দিচ্ছে আকর্ষনীয় মূল্যছাড়, ২৪ মাস পর্যন্ত ০% ই এম আই সুবিধা, ফ্রি ডেলিভারি, ফ্রি ইন্সটলেশন এবং সেরা বিক্রয়োত্তর সেবা সহ আরও অনেক সুবিধা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.