আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

দেশজুড়ে সাইফুরস এর প্রতিটি শাখায় আয়োজন করা হয়েছে প্রতিযোগতামূলক ইংরেজি পরীক্ষা। 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এস এস সি ২০২৫ ব্যাচের জন্য সাইফুরস আয়োজন করতে যাচ্ছে SSC with Saifurs English Confidence Exam Challenge দেশজুড়ে সাইফুরস এর প্রতিটি শাখায় আয়োজন করা হয়েছে প্রতিযোগতামূলক ইংরেজি পরীক্ষা।

দুই পর্বে ভাগ করা হয়েছে পরীক্ষাগুলোকে। প্রথম পর্বে চারটি এবং ২য় পর্বে ২টি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ৬ দিনেই এস এস সি ইংরেজির প্রস্তুতি আসবে হাতের মুঠোয়। প্রথম পর্বে সাইফুরস এর প্রতিটি ব্রাঞ্চে অনুষ্ঠিত প্রথম পর্বের চারটি পরীক্ষায় অংশগ্রহণ কারীদের মধ্যে থেকে প্রথম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীর প্রত্যেকেই পাবে নিশ্চিত সব পুরস্কার।

আর ২য় পর্বের দুটি পরীক্ষায় অশগ্রহণকারীদের মধ্যে দেশসেরা তিন বিজয়ী ১ম,২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন। দেশসেরা ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীরাও পাবে অন্যান্য স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস।

কোনো রেজিষ্ট্রেশন ফিস ছাড়াই প্রতিযোগিতা টি একদম ফ্রি! প্রতিটি Topic এর জন্য আরো থাকছে Revision and Solve Class. তবে হ্যাঁ এই পরীক্ষায় আংশ নিতে হলে শিক্ষার্থীকে আবশ্যই এস এস সি ২৫ ব্যাচের ই হতে হবে।

Registration করতে Visit করতে হবে ssc.saifur’s.com.bd সারাদেশের যে কোনো স্থান থেকে শিক্ষার্থী দেরকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৮ই জানুয়ারী ২০২৫।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.