আজ: শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ইং, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

সিনেমা কি ছেড়েই দিচ্ছেন অপু বিশ্বাস

স্পোর্টস ডেস্ক : সিনেমায় নেই আলোচিত ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। পর্দা ছোট হতে হতে তিনি এখন ইউটিউবে থিতু হয়েছেন। বড়পর্দায় সিনেমায় তাকে দেখা যায়নি এ বছর, তবে দেখা গেছে টেলিভিশন বিজ্ঞাপনে। অবশেষে চলতি বছর ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হিসেবে যাত্রা করেছেন তিনি। অনুরাগীদের মনে তাই প্রশ্ন উঠতেই পারে, অপু কি সিনেমা ছেড়েই দিচ্ছেন?

অপু বিশ্বাসকে কেন সিনেমায় দেখা যাচ্ছে না? সম্প্রতি এ প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। সর্বশেষ গত বছর তাকে দেখা যায় বড়পর্দায়, তার নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’তে। এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় ছবিটি। তারপর থেকে নিয়মিত শোরুম উদ্বোধনের অতিথি হয়ে যান তিনি।

সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনে অপু বিশ্বাস কথা বলেন সাংবাদিকদের সামনে। তাকে জিজ্ঞেস করা হয়, কেন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে? জবাবে পাল্টা প্রশ্ন তোলেন অপু বিশ্বাস, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’

তাহলে এই সময়টা তিনি কী করছেন? দেখা গেছে, শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুটের মতো কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। অপু বলেন, ‘যেহেতু আমি একজন অভিনেত্রী ও একজন পেশাদার মডেল। এসবও আমার কাজ। এই কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছি।’

মনে করিয়ে দেওয়া যেতে পারে, ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজনা শুরু করেন অপু। তাঁতপল্লিকে ঘিরে সিনেমার গল্প, যাতে রয়েছে প্রেম-ভালোবাসা এবং স্থানীয় রাজনীতির কাহিনি। ২০২১-২২ অর্থবছরে ছবিটির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলেন তিনি।

একসময়ের বাংলা সিনেমায় আলোচিত নাম ছিল অপু বিশ্বাস। তখন ঢালিউডে সিনেমা মানেই শাকিব খান-অপু বিশ্বাস জুটি। অনুরাগীরও অপেক্ষায় থাকতেন, কখন জনপ্রিয় এই দুই তারকার নতুন সিনেমা আসবে। শাকিব-অপুর সিনেমা মানেই হলভর্তি দর্শক, প্রযোজক, পরিচালক, পরিবেশকের মুখে হাসি। সেই দিন আজ অতীত!

অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রেম, গোপনে বিয়ে, সন্তান জয়ের জন্ম ও তাদের লুকানো সংসারের খবর অপুর ফাঁস করে দেওয়ার ঘটনাগুলো জনপ্রিয় এ জুটির জীবন উল্টো স্রোতে বইয়ে দেয়। পরে অবশ্য দুজনার বিচ্ছেদও হয়ে যায়।

একা মা হিসেবে সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। লুকানো সংসারের চেয়ে যেন বিচ্ছেদই ভালো! অনুরাগীদের প্রত্যাশা, আবারও তারা অপুকে দেখবেন বড়পর্দায়। তার জন্য লেখা হবে এমন কোনো গল্প, যা আবারও মন কাড়বে পুরাতন অনুরাগীদের, সেই দলে যুক্ত হবেন নতুনেরাও।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.