জেড ক্যাটাগরি কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ বিএসইসির
নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা ও উক্ত ডিভিডেন্ড বিধিমোতাবেক বিতরণ যেসকল কোম্পানি করবে না, সেসব কোম্পানি ও তাদের পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (৮ ডিসেম্বর) ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্স এর কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এ কথা জানায় বিএসইসি।
সোমবার (৯ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানায়, দেশের শেয়ারবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে ডিভিডেন্ড বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি।
নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড ঘোষণা এবং উক্ত ডিভিডেন্ড বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে বিএসইসি। দেশের শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরণের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।
সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ায় কনফিডেন্স সিমেন্টকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরিয়ে এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্স এর কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৮ ডিসেম্বর বিএসইসিতে উপস্থিত হয়ে ডিভিডেন্ড বিতরণের তথ্য এবং নন-কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয় কোম্পানিটি। এরপর ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে।
LRBD-এর এজিএম হয়েছে গত ২৭ ডিসেম্বর, ২০২৩ইং তারিখে আজ পর্যন্ত নগদ লভ্যাংশ প্রদান করেনি। ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ও বিএসইসি নিকট আবেদন, দয়া করে উক্ত কোম্পানির লভ্যাংশের টাকা প্রদানের ব্যবস্থা করলে উপকৃত হবো।
আজ আপনাদের হাতে ক্ষমতা বলে, সাধারন বিনিয়োগ সাথে যা খুশি করছেন। নিয়ন্ত্রণ সংস্থা ও কোম্পানির মালিক এবং চোর/মিথ্যাবাদী গেমলার বলছি সকলের মালিক এর কাছে দারাতে হবে। সেই দিনের অপেক্ষায় আজকের সাধারন বিনিয়োগকারী। আল্লাহ আমাদের দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করে দিন।আমিন
আজ আপনাদের হাতে ক্ষমতা বলে, সাধারন বিনিয়োগ সাথে যা খুশি করছেন। নিয়ন্ত্রণ সংস্থা ও কোম্পানির মালিক এবং চোর/মিথ্যাবাদী গেমলার বলছি সকলের মালিক এর কাছে দারাতে হবে। সেই দিনের অপেক্ষায় আজকের সাধারন বিনিয়োগকারী। আল্লাহ আমাদের দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করে দিন। আমিন
[10/17, 15:11] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার বাজার কে আরো আধুনিক করতে হবে।
অ্যাকাউন্ট ব্যাংকের সাথে যুক্ত করতে হবে।
যাতে সমগ্র বাংলাদেশের মানুষ সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারী সহজে লেনদেন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
আমরা নিজেরা নগদ বিকাশ রকেট এর মাধ্যম এ টাকা জমা দিব।
তোলার সময় যাতে সহজে তুলতে পারি ভুতের মাধ্যমে সেই ব্যবস্থা করতে হবে।
বিএসসির চেয়ারম্যানের বরাবর আবেদন শেয়ার মার্কেট কে আরো দ্রুত ডিজিটাল করেন।
এতে মানুষের আস্তা এবং বিশ্বস্ততা বাড়বে।
আল্লাহ হাফেজ।
[10/19, 10:26] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার বাজার কে যতদিন
ডিজিটাল না করবেন ততদিন দুর্বল থাকবে
বোকারেস হাউস এর পাশাপাশি সমগ্র বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাকাউন্ট যোগ করে দেন।
সারাদেশের শিক্ষিত মানুষ ব্যবসায়িক মানুষ
শেয়ার ব্যবসায়ী অংশগ্রহণ করতে পারবে। গোপনীয়তা আরো মজবুত করতে হবে।
মানুষের কোটি কোটি টাকার ব্যবসা
খুব তাড়াতাড়ি ডিজিটাল করা উচিত।
আমার টাকা আমি যখন খুশি তুলবো এবং যখন খুশি জমা দিব।
ডিএসসি এবং বিএসসি এর নিকট আকুল আবে বিনো কারীদের দিকে তাকিয়ে না হলেও দেশের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল করেন।
আল্লাহ তালা আপনাদের সঠিক জ্ঞান দান করেন।
আমিন
[10/21, 17:03] Md.alamgir hossain: বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আমার মতাম,
বাংলাদেশে শেয়ার বাজারে,
বেসরকারি প্রতিষ্ঠানেশেয়ারের পরিমাণ ৩০ কোটি এর বেশি হওয়া উচিত নয়।
এবং সরকারি কোম্পানি ৫০ কোটি শেয়ারের বেশি হওয়া
উচিত না।
তাহলে বাজার ভালো থাকবে।
[10/27, 19:04] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন
মার্কেটে কোন কোম্পানি আসার পর
জেট ক্যাটাগরিতে দেওয়া যাবে না।
এতে করে গ্রাহকের চরম ক্ষতি হয়।
বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হল।
[10/27, 19:08] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার মার্কেট একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান।
এখনো বোকারেজ হাউস নির্ভর।
এতে মানুষের আস্থা
কম।
ব্যাংকের সাথে এড করে দেন যাতে করে মানুষ সহজে লেনদেন করতে পারে।
মান্দাতার আমলের সিস্টেমে পড়ে আছেন।
[10/30, 18:14] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম,
মাননীয় অর্থ উপদেষ্ট এবং বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন,
আমরা যাতে সহজে টাকা তুলতে এবং জমা দিতে পারি এজন্য ব্যাংকের মত বুধ তৈরি করা উচিত। বিকাশ এবং নগদ এর সাহায্যে টাকা তুলা এবং জমা করা যায়। সেই ব্যবস্থা করতে হবে।
প্রয়োজনে শেয়ার ব্যাংক করেন।অথবা ব্যাংক এর সাথে একাউন্ট যোগ করে দেন।
[11/4, 19:13] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
করুনার সময় মার্কেট ওটু বাড়ানো হয়েছিল
এখন মাঝে মাঝে অটো বাড়ানো উচিত।
বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আবেদন বিষয়টা দেখবেন।
[11/4, 19:16] Md.alamgir hossain: বিসমিল্লাহিররাহমানিররাহিম,
,বিএসইসির নিকট আকুল আবেদন
যে সকল কোম্পানি শেয়ার মার্কেটে আসবে
তাদেরকে কখনো জেটক্যাটাগরিতে নিবেন না।
এ এবং বি ক্যাটাগরিতে রাখবেন তা না হলে বিনিয়োগকারীদের অবস্থা খারাপ হবে।
জেড ক্যাটাগরিতে গেলে কোম্পানির লাভ।
বিনিয়োগকারীদের লস।
Prime finance এর বাটপার মালিকের বিরুদ্ধে জরিমানা করা উচিত।
মড়ান সিমেন্ট কারখানার অবস্থা একটু জানতে চাই । আমার সেয়ার এর টাকা গুলো কি ভাবে ফেরত পাব পরামর্শ ও সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ।