আজ: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ইং, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

কনফিডেন্স সিমেন্টকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ায় কনফিডেন্স সিমেন্টকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার (৯ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্স এর কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৮ ডিসেম্বর বিএসইসিতে উপস্থিত হয়ে ডিভিডেন্ড বিতরণের তথ্য এবং নন-কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয় কোম্পানিটি। এরপর ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে।

সভায় বিএসইসি জানায়, দেশের শেয়ারবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে ডিভিডেন্ড বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি।

নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড ঘোষণা এবং উক্ত ডিভিডেন্ড বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে বিএসইসি। দেশের শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরণের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা ও উক্ত ডিভিডেন্ড বিধিমোতাবেক বিতরণ যেসকল কোম্পানি করবে না, সেসব কোম্পানি ও তাদের পরিচালকদের বিরুদ্ধে বিএসইসি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২ উত্তর “কনফিডেন্স সিমেন্টকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত”

  • Md DELOWER Hossain says:

    কনফিডেন্ট সিমেন্টের হঠাৎ করে জেড করলেন ।
    পরের দিন পরিচালকদের ডাকলেন।
    তারপরের দিন জেড থেকে উঠে দিলেন।
    আরে এটাতো মামার বাড়িও ফেল করে দিলেন।

    সামান্যতম জ্ঞান থাকলেও এটা করতে পারে না,
    তাহলে আপনি ক্ষমতার অপব্যবহার করছেন যা আপনাকে বোঝানো যাচ্ছে না
    কিন্তু ক্ষমতা থাকবে না কালকে ইনশাআল্লাহ
    চার মাস পার করে ফেললেন। তাই নীতি বদলান।

  • Md DELOWER Hossain says:

    বিএসসি চেয়ারম্যানের দুর্নীতি কেন???

    কোহিনূরের ১০% স্টক ডিভিডেন্ট অনুমোদন দিল।
    ইস্টার্ন লুব্রিক্যান্টের ১০%স্টক ডিভিডেন্টের অনুমোদন দিল।
    রেকর্ড ডেট এর দিনেই কিন্তু ইফাদ অটোস্, মুন্ন এগ্রো, জেমিনি সি সহ আরো বেশ কয়েকটা কোম্পানির অনুমোদন দিল না কেন রেকর্ড ডেট এর দিন???

    এতে ক্ষতি কার??
    অবশ্যই সাধারণ বিনিয়োগ কারীদের।

    কনফিডেন্ট সিমেন্টের হঠাৎ করে জেড করলেন ।
    পরের দিন পরিচালকদের ডাকলেন।
    তারপরের দিন জেড থেকে উঠে দিলেন।
    আরে এটাতো মামার বাড়িও ফেল করে দিলেন।
    চার মাস পার করে ফেললেন। তাই নীতি বদলান।

    উত্তর দিন

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.