আজ: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ইং, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

সেভেন রিংস সিমেন্টকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সিমেন্ট শিল্পের স্বনামধন্য ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্টকে বিস্তৃত ক্যাশ ম্যানেজমেন্টের সল্যুশন দিতে প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল অপারেশনস আরও সহজ হবে।

এই চুক্তির আওতায়, সেভেন রিংস ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ এর সুবিধা ব্যবহার করতে পারবে। এই ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম থেকেই পেমেন্ট, কালেকশন এবং রিকনসিলিয়েশন সেবাসহ ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের আরও অনেক সেবা নিতে পারবে।

‘কর্পনেট’ এর মাধ্যমে লেনদেন প্রক্রিয়ায় রিয়েল-টাইম রিপোর্টিং ও ইনভয়েসিং সক্ষমতা যুক্ত হবে। প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠানটিকে ভার্চুয়াল অ্যাকাউন্ট তৈরির সুবিধাও দেবে, যার ফলে সেভেন রিংস সিমেন্ট নিজেদের ডিপোজিট কার্যকরভাবে ট্র্যাক করার পাশাপাশি রিকনসিলিয়েশন টুলেরও বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে পারবে।

এছাড়াও, এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে রিয়েল-টাইম ডেটা স্টেটমেন্ট অ্যাক্সেসের সুযোগ পাবে সেভেন রিংস। এই উদ্ভাবনী ফিচারটি ডিলার এবং ডিস্ট্রিবিউটর যাচাইকরণ সুবিধা প্রদানের মাধ্যমে কাউন্টার এবং ইলেকট্রনিক কালেকশন থেকে লেনদেন তথ্যের সঠিকতা বাড়াবে।

ব্র্যাক ব্যাংকের ১৮৭টি ব্রাঞ্চ, ৬৩টি সাব-ব্রাঞ্চ এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট-সমৃদ্ধ দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সেভেন রিংস সিমেন্ট ব্যাংকিং সময়ের বাইরে, এমনকি ছুটির দিনেও পাওনা আদায় এবং পরিশোধ করতে পারবে।

ব্র্যাক ব্যাংকের উদ্ভাবনী সেবা ২৪/৭ নিরবচ্ছিন্ন পেমেন্ট প্রসেসিংয়ের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির অপারেশনাল কার্যক্রম আরও সহজ এবং উন্নত করবে।

রবিবার (৪ ডিসেম্বর) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শুন শিং গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদের উপস্থিতিতে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং শুন শিং গ্রুপ বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ও সেভেন রিংসের ম্যানুফ্যাকচারার মো. কাওসার আলম এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় শুন শিং গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোহাম্মদ আজম খান বিপ্লব এবং গ্লোবাল ইআরপি অ্যান্ড ডিজিটালাইজেশনের জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান।

এই চুক্তিটি শুন শিং গ্রুপের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সহজ ও সুবিধাজনক করার মাধ্যমে ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ে নতুন বেঞ্চমার্ক তৈরি করবে, যা উদ্ভাবনী সল্যুশন তৈরির মাধ্যমে কর্পোরেট ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের শীর্ষস্থানকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.