আজ: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ইং, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

বিডিকলিং আইটি’র নতুন কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস

নিজস্ব প্রতিবেদক:  দেশের শীর্ষস্থানীয় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেডের কৌশলগত যোগাযোগ অংশীদার হিসেবে (স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার) নিযুক্ত হয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটি’র অঙ্গপ্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এ উপলক্ষে, সম্প্রতি দু’পক্ষের মাঝে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। আজ, ৯ ডিসেম্বর, ঢাকার বনশ্রীতে অবস্থিত বিডিকলিং আইটি লিমিটেডের কর্পোরেট অফিসে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিডিকলিং আইটি লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবিনা আক্তার; প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন; অ্যাডমিন ও এইচআর হেড ক্যাপ্টেন মোঃ নাহিদ হাসান (অব:); পিআর ও মার্কেটিং ম্যানেজার শরীফ আহমেদ; এবং নুসরাত ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ, এইচআর এবং অ্যাডমিন। ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের আওতায় বিডিকলিং আইটি লিমিটেডের সামগ্রিক লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী যোগাযোগ কৌশল (কমিউনিকেশন স্ট্র্যাটেজি) তৈরি করতে কার্যকর ভূমিকা রাখবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এছাড়া, বিডিকলিংয়ের সার্বিক ব্র্যান্ড কমিউনিকেশন সলিউশন নিয়ে কাজ করবে নতুন কমিউনিকেশন পার্টনার। দক্ষভাবে বাজার সুনাম ব্যবস্থাপনার মাধ্যমে বিডিকলিং আইটি লিমিটেডকে জনসাধারণের আরও কাছাকাছি নিয়ে যেতে এবং অংশীজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস।

বিডিকলিং আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন বলেন, “ডেটা এন্ট্রি’র পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ও মেশিন লার্নিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি আমরা। আমাদের বিস্তৃত সেবার মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক ক্লায়েন্টের প্রয়োজন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এই খাতে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবো বলে আশাবাদী আমরা। তরুণ প্রজন্মের ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে একযোগে কাজ করবো আমরা।”

তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করতে তরুণদের সাহায্য করছে বিডিকলিং আইটি লিমিটেড। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের পর তরুণরা এই খাতের উন্নয়নে ভূমিকা রাখছে; ফলে বেকারত্বের হার কমছে। সমাজ থেকে বেকারত্ব দূর করার লক্ষ্যে এভাবেই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর এই প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও মোশন গ্রাফিক্স সহ বিভিন্ন আইটি সমাধান এবং ব্যবসায়িক সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে বিডিকলিং আইটি লিমিটেড।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.