বিডি ফাইন্যান্সের শেয়ারে কারসাজি: ৭১ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি (বিডি ফাইন্যান্স) এর শেয়ার নিয়ে কারসাজি ও লেনদেনে আইন লংঘনের দায়ে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫কম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত সময়কালে বিডি ফাইন্যান্সের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজি আর বিধিবহির্ভূত লেনদেনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণের ভিত্তিতে আলোচিত জরিমানা করা হয়।
যেসব ব্যক্তি বিনিয়োগকারীকে জরিমানা করা হয়েছে তারা হচ্ছেন-সামির সেকান্দার, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আনিকা ফারহিন, মাহির সেকান্দার, আফরা চৌধুরী ও আব্দুল মবিন মোল্লাহ।
অন্যদিকে লেনদেনে আইন ভঙ্গ করায় যে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, সে দুটি হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
আলোচিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে সামির সেকান্দারকে, যার পরিমাণ ৩২ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে একটি অপরাধে তাকে ২৩ কোটি ২৫ লাখ টাকা এবং অন্য এক অপরাধে ৯ কোটি টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বিনিয়োগকারী আবু সাদাত মোহাম্মদ সায়েমকে। তাকে একটি অপরাধে ১৭ কোটি টাকা এবং অন্য এক অপরাধে ৪ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়।
আনিকা ফারহানকে ৭ কোটি ৫০ লাখ টাকা, আফরা চৌধুরীকে ৩৫ লাখ টাকা এবং আব্দুল মবিন মোল্লাহকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
ঘোষণা না দিয়ে শেয়ার কেনার মাধ্যমে আইন লংঘন করায় আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়।